শাহবাজ আহমেদ-অভিষেক পোড়েলের দুরন্ত লড়াইয়ের পরেও সৌরাষ্ট্রর বিরুদ্ধে চাপে বাংলা

ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফি ফাইনালের প্রথম দিনের শেষে স্পষ্টতই ব্যাকফুটে বাংলা। মনোজ তিওয়ারিদের জন্য দিনটা একেবারেই ভালো গেল না। দ্বিতীয় দিন ঘুরে দাঁড়ানোই বাংলা দলের লক্ষ্য থাকবে।

৩৩ বছর পর রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ইডেন গার্ডেন্সে সৌরাষ্ট্রর বিরুদ্ধে খেলতে নেমেছে বাংলা। মাঠে অনেক দর্শক, ১৯৮৯-৯০ সালে শেষবার বাংলার হয়ে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন দলের সদস্যরা হাজির। কিন্তু মাঠের বাইরের পরিবেশ যতই সুন্দর থাকুক না কেন, মাঠের ভিতর বাংলার অবস্থা মোটেই ভালো নয়। প্রথম ইনিংসে ১৭৪ রানে অলআউট হয়ে গিয়েছে বাংলা। জবাব দিনের শেষে সৌরাষ্ট্রর স্কোর ২ উইকেটে ৮১। ৩৮ রানে অপরাজিত ওপেনার হার্বিক দেশাই। ২ রান করে অপরাজিত চেতন সাকারিয়া। আউট হয়ে গিয়েছেন জয় গোহিল (৬) ও বিশ্বরাজ জাদেজা। বাংলার হয়ে ১ উইকেট করে নিয়েছেন মুকেশ কুমার ও আকাশ দীপ। বাংলার চেয়ে এখনও ৯৩ রানে পিছিয়ে সৌরাষ্ট্র। তবে দ্বিতীয় দিন সকালে দ্রুত উইকেট নিতে হবে। সেটা না করতে পারলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যাবে। 

এদিন টসে জিতে সৌরাষ্ট্রর অধিনায়ক জয়দেব উনাদকাট ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেই চাপে পড়ে যায় বাংলা। ইডেনের সবুজ পিচে দিনের শুরুতে যথেষ্ট সাহায্য পাচ্ছিলেন পেসাররা। প্রথম ওভার থেকেই উইকেটের পতন শুরু হয়। উনাদকাটের পঞ্চম বলে গোহিলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অভিমন্যু ঈশ্বরণ (০)। এরপর দ্বিতীয় ওভারে বোলিং করতে যান সাকারিয়া। তিনি এই ওভারে জোড়া উইকেট পান। দ্বিতীয় বলে শেলডন জ্যাকসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এদিনই বাংলার হয়ে প্রথম ম্যাচ খেলা সুমন্ত গুপ্ত (১)। চতুর্থ বলে বোল্ড হয়ে যান সুদীপ কুমার ঘরামি (০)। সোজা স্টাম্পের দিকে আসা বল না খেলে ছেড়ে দিয়ে আউট হন সুদীপ। ২ রানে ৩ উইকেট হারায় বাংলা।

Latest Videos

শুরুতেই পরপর উইকেট হারানোর পর বাংলা ভরসা করেছিল অধিনায়ক মনোজ তিওয়ারি ও বহু যুদ্ধের নায়ক অনুষ্টুপ মজুমদারের উপর। কিন্তু তাঁরা দু'জনই বড় রান করতে ব্যর্থ হন। মনোজ ৭ ও অনুষ্টুপ ১৬ রান করেন। আকাশ ঘটক করেন ১৭ রান। 

৬৫ রানে ৬ উইকেট হারিয়ে বাংলা শিবিরে যখন দ্রুত অলআউট হয়ে যাওয়ার আতঙ্ক, তখন লড়াই শুরু করেন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল। তাঁদের জুটিতে যোগ হয় ১০১ রান। শাহবাজ করেন ৬৯ রান। অভিষেক করেন ৫০ রান। আকাশ দীপ ৪, মুকেশ ১ রান করেন। কোনও রান না করে অপরাজিত থাকেন ঈশান পোড়েল।

সৌরাষ্ট্রর হয়ে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন উনাদকাট। ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাকারিয়া। ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন চিরাগ জানি এবং ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ধর্মেন্দ্রসিং জাদেজা।

আরও পড়ুন-

স্টিং অপারেশনে বিতর্কিত মন্তব্যের জের, পদ খোয়াতে পারেন চেতন শর্মা

ভারত নয়, টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়াই, 'ভুল শুধরে' জানাল আইসিসি

অস্ট্রেলিয়া একটা সেশনের মধ্যেই অলআউট হয়ে যাবে ভাবিনি, বললেন রোহিত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল