শুক্রবার শুরু দ্বিতীয় টেস্ট ম্যাচ, রাহুলের ফর্ম নিয়ে চিন্তায় ভারত

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন ভারতের নির্ভরযোগ্য ব্যাটার চেতেশ্বর পূজারা। এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।

প্রথম ম্যাচে ইনিংসে জয় এসেছে। দলের বেশিরভাগ ক্রিকেটারই ভালো ফর্মে। ফলে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেও ফেভারিট হিসেবেই খেলতে নামছে ভারতীয় দল। শুক্রবার শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন চেতেশ্বর পূজারা। নাগপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। দিল্লিতে বড় স্কোরই তাঁর লক্ষ্য। এখনও পর্যন্ত ৯৯ টেস্ট ম্যাচ খেলে ১৯ বার শতরান করেছেন পূজারা। শততম টেস্ট ম্যাচে শতরানই তাঁর লক্ষ্য। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে দলের স্কোর ভালো জায়গায় নিয়ে যাওয়াই পূজারার লক্ষ্য থাকবে। ভারতের মিডল অর্ডার নিয়ে খুব একটা চিন্তা নেই। লোয়ার অর্ডারের ব্যাটাররাও বেশ ভালো ফর্মে। কিন্তু টপ অর্ডার নিয়ে কিছুটা চিন্তা আছে। প্রথম টেস্টে বড় রান পাননি ওপেনার কে এল রাহুল। ভারতের সহ-অধিনায়ক বেশ কিছুদিন ধরেই ভালো ফর্মে নেই। দিল্লিতেও তিনি যদি বড় স্কোর করতে না পারেন, তাহলে সমস্যায় পড়তে পারে দল। অসাধারণ ফর্মে থাকা শুবমান গিল খেলার সুযোগ পাচ্ছেন না। সহ-অধিনায়ক হওয়ার সুবাদে দলে নিজের জায়গা ধরে রেখেছেন রাহুল। কিন্তু রান না পেলে তাঁর পক্ষে বেশিদিন দলে থাকা সম্ভব হবে না।

ভারতীয় দলের ব্যাটিং বিভাগ নিয়ে কিছুটা চিন্তা থাকলেও, বোলিং নিয়ে ভাবনা নেই। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল অসাধারণ ফর্মে। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের স্পিনাররা। নাগপুরে ভালো পারফরম্যান্স দেখান দুই পেসার মহম্মদ সামি ও মহম্মদ সিরাজও। ব্যাটিং করতে নেমেও লড়াই করেন সামি। দিল্লির পিচ থেকে বরাবরই স্পিনাররা সাহায্য পেয়ে থাকেন। এবারও সেরকমই উইকেট হতে পারে। ফলে স্টিভ স্মিথ, মার্নাস লাবুশনদের ঘোল খাওয়াতে তৈরি জাদেজা-অশ্বিনরা।

Latest Videos

শুবমানকে হয়তো এবারও মাঠের বাইরে বসে থাকতে হবে। তবে চোট সারিয়ে দলে ফেরা শ্রেয়াস আইয়ার খেলার সুযোগ পেতে পারেন। নাগপুরে অভিষেক টেস্ট ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি সূর্যকুমার যাদব। সেই কারণে তাঁর পরিবর্তে সুযোগ পেতে পারেন শ্রেয়াস। সেই ইঙ্গিতই দিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেছেন, 'আইয়ার যদি পাঁচ দিনের টেস্টের ধকল নিতে পারে, তাহলে ও দলে থাকবে।' চোট পেয়ে এক মাস মাঠের বাইরে থাকতে হয়েছে শ্রেয়াসকে। তাঁর ফিট ঘোষণা করেছে বিসিসিআই-এর মেডিক্যাল টিম। কিন্তু এই ব্যাটারকে সরাসরি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানো হবে কি না, সেটা নিয়েই জল্পনা চলছে।

আরও পড়ুন-

স্টিং অপারেশনে বিতর্কিত মন্তব্যের জের, পদ খোয়াতে পারেন চেতন শর্মা

ভারত নয়, টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়াই, 'ভুল শুধরে' জানাল আইসিসি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে বড় জয় ভারতের, ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari