পরপর ২ দিন ভাঙা হাতে ব্যাটিং! রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে অসাধারণ লড়াই হনুমা বিহারীর

রঞ্জি ট্রফিতে অনেক স্মরণীয় লড়াই দেখা গিয়েছে। অনেক ক্রিকেটারই ঘরোয়া ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তেমনই একজন অন্ধ্রপ্রদেশের অধিনায়ক হনুমা বিহারী।

ভাঙা হাতেই কামাল অন্ধ্রপ্রদেশের অধিনায়ক হনুমা বিহারীর। রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে পরপর দু'দিন ভাঙা হাতে ব্যাটিং করলেন তিনি। বুধবার ম্যাচের দ্বিতীয় দিন ডান হাত ভাঙা অবস্থাতেই প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামেন অন্ধ্রপ্রদেশের অধিনায়ক। তাঁর পক্ষে ডান হাতে ব্যাটিং করা সম্ভব হয়নি। সেই কারণে বাঁ হাতি ব্যাটার হয়ে যান হনুমা। এক হাতেই তিনি ব্যাটিং করতে থাকেন। শারীরিক অস্বস্তি সত্ত্বেও ৫৭ বল খেলে ২৭ রান করেন হনুমা। বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ফের এক হাতেই ব্যাটিং করতে নামেন অন্ধ্রপ্রদেশের অধিনায়ক। দলের ব্যাটিং লাইনআপের ভরাডুবি দেখে ১১ নম্বরে ব্যাটিং করতে নামেন হনুমা। তিনি ১৬ বল খেলে ১৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি। এর মধ্যে বিপক্ষের স্পিনার সারাংশ জৈনের বলে পরপর ২টি বাউন্ডারি মারেন হনুমা। তাঁকে এভাবে ব্যাটিং করতে দেখে সতীর্থরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। প্রথম বাউন্ডারি মেরে অন্ধ্রপ্রদেশের অধিনায়ক নিজেও উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মধ্যপ্রদেশের অধিনায়ক আদিত্য শ্রীবাস্তব। প্রথম ইনিংসে ভালো পারফরম্যান্স দেখান অন্ধ্রপ্রদেশের ব্যাটাররা। শতরান করেন রিকি ভুই ও করণ শিন্ডে। রিকি করেন ১৪৯ রান এবং করণ করেন ১১০ রান। তবে অন্ধ্রের আর কোনও ব্যাটার বড় রান পাননি। ওপেনার চেঙ্গলপেট জ্ঞানেশ্বর করেন ২৪ রান। অপর ওপেনার অভিষেক রেড্ডি করেন ২২ রান। ২২ রান করে অপরাজিত থাকেন ললিত মোহন। ৭২ রান দিয়ে ৪ উইকেট নেন অনুভব আগরওয়াল। 

Latest Videos

প্রথম ইনিংসে ২২৮ রানে অলআউট হয়ে যায় মধ্যপ্রদেশ। ৫১ রান করেন শুভম শর্মা। ৩১ রান করেন অধিনায়ক আদিত্য। অন্ধ্রপ্রদেশের হয়ে ২৬ রান দিয়ে ৫ উইকেট নেন পৃথ্বী রাজ। ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন কে ভি শশীকান্ত। 

দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় অন্ধ্রপ্রদেশ। সর্বাধিক ৩৫ রান করেন অশ্বিন হেব্বার। ১৪ রান করেন নীতীশ কুমার রেড্ডি। ১৬ রান করেন শোয়েব মহম্মদ রান। মধ্যপ্রদেশের হয়ে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন আবেশ খান। ১০ রান দিয়ে ৩ উইকেট নেন গৌরব যাদব। ৪১ রান দিয়ে ২ উইকেট নেন কুমার কার্তিকেয়।

তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশ বিনা উইকেটে ৫৮ রান করেছে। ৩১ রান করে অপরাজিত হিমাংশু মন্ত্রী। ২৪ রান করে অপরাজিত যশ দুবে। জয় পেতে হলে এখনও ১৮৭ রান করতে হবে মধ্যপ্রদেশকে।

আরও পড়ুন-

কলকাতায় ফিরলেন তিতাস সাধু, হৃষিতা বসু, বিমানবন্দরে স্বাগত জানালেন সিএবি কর্তারা

সব ফর্ম্যাটে বিরাট কোহলির মতোই সাফল্য পেতে পারেন শুবমান গিল, আশায় ইরফান পাঠান

উইমেনস প্রিমিয়ার লিগে মুম্বই ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ ও মেন্টর ঝুলন গোস্বামী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today