সব ফর্ম্যাটে বিরাট কোহলির মতোই সাফল্য পেতে পারেন শুবমান গিল, আশায় ইরফান পাঠান

India vs New Zealand T20 Series সম্প্রতি ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ওপেনার শুবমান গিল। ক্রিকেট মহলে শোরগোল ফেলে দিয়েছেন এই তরুণ ব্যাটার। তাঁকে নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে।

ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে ৩ ফর্ম্যাটেই শতরান করেছেন শুবমান গিল। টেস্ট ম্যাচে শতরান আগেই করেছিলেন। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচে দ্বিশতরান করার পর বুধবার টি-২০ সিরিজের শেষ ম্যাচেও শতরান করেছেন শুবমান। টি-২০ ফর্ম্যাটে এটাই তাঁর প্রথম শতরান। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৬৩ বলে ১২৬ করে অপরাজিত থাকেন এই ব্যাটার। তাঁর এই দুর্দান্ত ইনিংসের সুবাদেই বড় ব্য়বধানে জয় পায় ভারত। এই ইনিংসের পর প্রাক্তন ক্রিকেটার ও সাধারণ ক্রিকেটপ্রেমীরা শুবমানের প্রশংসা করছেন। তবে এই ব্যাটারকে সবচেয়ে বড় শংসাপত্র দিয়েছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি বিরাট কোহলির সঙ্গে শুবমানের তুলনা করেছেন। ইরফান বলেছেন, 'শুবমান গিল যেভাবে ব্যাটিং করছে, তাতে আমি ওর অনুরাগী হয়ে গিয়েছি। আমি বারবার বলে আসছি, ও সব ফর্ম্য়াটেই ভারতীয় দলের হয়ে খেলতে পারে। বিরাট কোহলি অনেক বছর ধরেই সব ফর্ম্যাটে দাপট দেখিয়েছে। শুবমানের মধ্যেও সেই সম্ভাবনা আছে। ওকে সেই সম্ভাবনা পারফরম্যান্সে পরিণত করতে হবে।'

ইরফান আরও বলেছেন, 'শুবমান গিল যেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক শতরান করে চলেছে, তাতে ওর প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। গত বছরের আগস্টে ও প্রথম শতরান করে। এখন আন্তর্জাতিক ক্রিকেটে ওর ৬টি শতরান হয়ে গিয়েছে। সবে ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে। অন্য খেলোয়াড়রা মাত্র ৪টি আন্তর্জাতিক শতরান করেছে। ওর ব্যাটিংয়ের উন্নতি হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত আলোচনা চলছিল, টি-২০ ফর্ম্যাটে শুবমান সফল হতে পারবে কি না। ও স্ট্রাইক রেটের উন্নতি করতে পারবে কি না সে ব্যাপারে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। আমরা এখন দেখতে পাচ্ছি, ও স্ট্রাইক রেট উন্নত করতে পেরেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ও অসাধারণ সব শট খেলেছে। উপরে যেমন শট খেলেছে তেমনই পুল শটও খেলেছে। স্পিন বোলিংয়ের বিরুদ্ধেও দুর্দান্ত ব্যাটিং করেছে।'

Latest Videos

শুবমানের প্রশংসা করে ইরফান আরও বলেছেন, ‘ওর পেস বোলিং সামাল দিতেও কোনও সমস্যা নেই। আমরা এই ম্যাচেও সেটা দেখতে পেলাম। ও পেসারদের বলে পুল শট খেলার পাশাপাশি বড় শটও খেলেছে। ওকে মিনি-হেলিকপ্টার শটও খেলতে দেখেছি আমরা।’

ইরফান যাঁর সঙ্গে শুবমানের তুলনা করেছেন সেই বিরাটও এই তরুণ ব্যাটারের প্রশংসা করেছেন। সবারই আশা, দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও ভালো পারফরম্যান্স দেখাবেন শুবমান

আরও পড়ুন-

উইমেনস প্রিমিয়ার লিগে মুম্বই ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ ও মেন্টর ঝুলন গোস্বামী

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স হার্দিকের, টি-২০ সিরিজ জিতল ভারত

বিশ্বকাপ জয়ের জন্য তিতাস, রিচা, হৃষিতাকে ১০ লক্ষ টাকা করে পুরস্কার দিচ্ছে সিএবি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report