বাংলাদেশ সফর থেকে ফিরেই রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে শতরান ঈশান কিষানের

বাংলাদেশ সফরে ওডিআই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। এবার দেশে ফিরে রঞ্জি ট্রফিতে শতরান করলেন ঈশান কিষান।

বাংলাদেশ সফরে তৃতীয় ওডিআই ম্যাচে দুরন্ত দ্বিশতরান করেছেন ঈশান কিষান। ওডিআই ফর্ম্যাটে এটাই দ্রুততম দ্বিশতরান। তিনি ১৩১ বলে ২১০ রান করে আউট হয়ে যান। টেস্ট সিরিজের দলে তাঁকে রাখা হয়নি। এবার দেশে ফিরে রঞ্জি ট্রফিত দুরন্ত শতরান করলেন ঈশান। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের হয়ে রাজস্থানের বিরুদ্ধে ১৯৫ বলে ১৩২ রান করেন ঈশান। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি। প্রথম ইনিংসে রাজস্থানের ৪৭৫ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৪০ রানে অলআউট হয়ে যায় ঝাড়খণ্ড। ম্যাচের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৬০ রান। ১৯৫ রানে এগিয়ে রাজস্থান। এই ম্যাচের আকর্ষণ অবশ্যই ঈশান। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের পর ফের ঘরোয়া ক্রিকেট খেলছেন। ঘরোয়া ক্রিকেটেও তাঁর ভাল পারফরম্যান্স অব্যাহত। এই ম্যাচে প্রথম ইনিংসে রাজস্থানের চেয়ে পিছিয়ে ঝাড়খণ্ড। ফলে দ্বিতীয় ইনিংসে ভাল পারফরম্যান্স দেখাতে হবে ঈশানকে। তিনি অবশ্য ভাল খেলতে তৈরি।

রঞ্জি ট্রফির এলিট গ্রুপ সি-র এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ইনিংসের শুরুটা দারুণভাবে করেন রাজস্থানের ২ ওপেনার রোহন প্রেম ও রোহন কুন্নুম্মাল। রোহন প্রেম করেন ৭৯ রান এবং রোহন কুন্নুম্মাল করেন ৫০ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা শন রজার করেন ১ রান। সচিন বেবি ০ রানে আউট হয়ে যান। ৫ নম্বরে ব্যাটিং করতে নামেন সঞ্জু। তিনি করেন ৭২ রান। ৬ নম্বরে ব্যাটিং করতে নামা অক্ষয় চন্দ্রন করেন ১৫০ রান। জলজ সাক্সেনা ০ রানেই রান আউট হয়ে যান। সিজোমন জোশেফ করেন ৮৩ রান। বাসিল থাম্পি করেন ৯ রান। বৈশাখ চন্দ্রন করেন ১০ রান। ফাজিল ফানুস ৬ রান করে অপরাজিত থাকেন। ঝাড়খণ্ডের হয়ে ১৬৭ রান দিয়ে ৫ উইকেট নেন শাহবাজ নাদিম। ৭৫ রান দিয়ে ২ উইকেট নেন উৎকর্ষ সিং। মণিষী ১১৫ রান দিয়ে ২ উইকেট নেন।

Latest Videos

প্রথম ইনিংসে রান করতে নেমে ঝাড়খণ্ডের টপ অর্ডারের ব্যাটাররা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। নাজিম সিদ্দিকি করেন ২৪ রান। অপর ওপেনার উৎকর্ষ করেন ৩ রান। ৩ নম্বরে নামা কুমার সুরজ করেন ২৮ রান। ঝাড়খণ্ডের অধিনায়ক বিরাট সিং করেন ৩০ রান। বড় রান করেন সৌরভ তিওয়ারি ও ঈশান। সৌরভ করেন ৯৭ রান। ঈশান শতরান করেন। কুমার কুশাগ্র করেন ৭ রান। শাহবাজ করেন ৪ রান। রাহুল শুক্লা করেন ১ রান। মণিষী ২ রান করে অপরাজিত থাকেন। আশিস কুমার করেন ১ রান। ৭৫ রান দিয়ে ৫ উইকেট নেন জলজ। ৫৫ রান দিয়ে ৩ উইকেট নেন থাম্পি। ৮১ রান দিয়ে ২ উইকেট নেন বৈশাখ।

দ্বিতীয় ইনিংসেও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি রাজস্থানের ওপেনার রোহন কুন্নুম্মাল। তিনি করেন ৬ রান। তবে অপর ওপেনার রোহন প্রেম দিনের শেষে ২৫ রানে অপরাজিত। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা শন রজার ২৮ রানে অপরাজিত। ঝাড়খণ্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নিয়েছেন শাহবাজ।

আরও পড়ুন-

সূর্যকুমার যাদবকে টপকে এ বছর সব ফর্ম্যাট মিলিয়ে ভারতের সর্বাধিক রান সংগ্রহকারী শ্রেয়াস আইয়ার

ব্যাটিংয়ের পর বল হাতেও কামাল কুলদীপের, বাংলাদেশের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় ভারত

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান, ভবিষ্যতে আরও সাফল্যের লক্ষ্যে ঈশান কিষান

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury