Ravichandran Ashwin: নাথান লিয়নের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ, চেন্নাইয়ে আমন্ত্রণ অশ্বিনের

Published : Dec 14, 2023, 12:55 AM ISTUpdated : Dec 14, 2023, 01:48 AM IST
Ashwin

সংক্ষিপ্ত

ক্রিকেটাররা মাঠে লড়াই করলেও, মাঠের বাইরে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব থাকে। ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যেও একে অপরের প্রতি শ্রদ্ধা আছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে একে অপরের প্রতি শ্রদ্ধার কথা জানালেন রবিচন্দ্রন অশ্বিন ও নাথান লিয়ন। অস্ট্রেলিয়ার অফস্পিনারের পোস্ট দেখে তাঁকে চেন্নাইয়ে আমন্ত্রণ জানালেন অশ্বিন। তিনিও সিডনিতে গিয়ে লিয়নের সঙ্গে সময় কাটাতে চান বলে জানিয়েছেন। পারথে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচের আগে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে লিয়ন বলেন, 'অশ্বিনের দিকে নজর রাখতে হবে। ও বিশ্বমানের বোলার। আমি কেরিয়ারের শুরু থেকেই ওকে দেখে আসছি। বিশ্বের বিভিন্ন জায়গায় আলাদা পরিবেশ-পরিস্থিতিতে আমরা অনেকবার একে অপরের মোকাবিলা করেছি। আমার মনে অশ্বিনের জন্য শ্রদ্ধা ছাড়া আর কিছু নেই। ও যেভাবে এত বছর ধরে খেলে এসেছে, তাতে ওকে শ্রদ্ধা করতেই হবে।' পাল্টা অশ্বিন লিখেছেন, ‘আমরা দেশে ও বিদেশে দেখা করতে পারি। সিডনিতে কোথায় দেখা করব তুমি ঠিক করো। চেন্নাইয়ে ওএসবি (পশ্চিম মামবালাম) মুথু ও চাট সহযোগে স্যুপ খাব। কালকের ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাও,, তারপর তাড়াতাড়ি দেখা হবে।’

৫০০ উইকেটের পথে লিয়ন

এখনও পর্যন্ত টেস্ট ম্যাচে ৪৯৬ উইকেট নিয়েছেন লিয়ন। পারথ টেস্ট ম্যাচেই ৫০০ উইকেটের নজির স্পর্শ করতে পারেন এই স্পিনার। অশ্বিন এখনও পর্যন্ত টেস্ট ম্যাচে ৪৮৯ উইকেট নিয়েছেন। তাঁর পক্ষে ৫০০ উইকেটের নজির স্পর্শ করা একটু কঠিন। কারণ, ভারতীয় দলের হয়ে এই অফস্পিনার আর খেলার সুযোগ পাবেন কি না, সেটা নিয়ে সংশয় রয়েছে। খেলার সুযোগ পেলে অশ্বিনের পক্ষে আর ১১ উইকেট নেওয়া কঠিন হবে না। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে খেলার সুযোগ পেতে পারেন অশ্বিন। তখনই তিনি ৫০০ উইকেটের নজির স্পর্শ করতে পারেন।

 

 

লিয়নের কোচ অশ্বিন!

অশ্বিন প্রসঙ্গে লিয়ন আরও বলেছেন, 'আমি অশ্বিনের কাছ থেকে অনেককিছু শিখেছি। যাদের বিরুদ্ধে আমরা খেলি, তাদের কাছ থেকে অনেককিছু শেখার সুযোগ থাকে। অজান্তেই হয়তো আমার সবচেয়ে বড় কোচ হয়ে উঠেছে অশ্বিন। আমরা দু'জনই ৫০০ উইকেট নেওয়ার পথে। আমরা কোথায় শেষ করি দেখতে হবে। আশা করি কেরিয়ারের শেষে আমরা কোথাও বসে গল্প করতে পারব।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mohammad Shami: বিশ্বকাপে অসামান্য পারফরম্যান্স, অর্জুন পুরস্কার পাচ্ছেন শামি

Rinku Singh: আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে ৪৬ ধাপ উন্নতি রিঙ্কু সিংয়ের

Rohit Sharma: বিশ্বকাপ ফাইনালে কীভাবে হেরে গেল ভারত? এখনও কারণ খুঁজছেন রোহিত

PREV
click me!

Recommended Stories

আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং: রোহিত শর্মার সঙ্গে দূরত্ব কমিয়ে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি
India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার