RCB vs GT Probable XI: ধুন্ধুমার লড়াইতে মুখোমুখি বেঙ্গালুরু বনাম গুজরাত, দেখে নিন সম্ভাব্য প্রথম একাদশ

সংক্ষিপ্ত

RCB vs GT Probable XI: আইপিএল-এর (IPL 2025) অন্যতম হাইভোল্টেজ ম্যাচ। বুধবার সন্ধ্যায়, মুখোমুখি বেঙ্গালুরু বনাম গুজরাত (RCB vs GT)।

RCB vs GT Probable XI: দুরন্ত ক্রিকেট এবং ধুন্ধুমার লড়াইয়ের অপেক্ষা। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার, মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত টাইটান্স (Royal Challengers Bangalore vs Gujarat Titans)।

 

Latest Videos

 

সবথেকে বড় বিষয়, দুই দলই কিন্তু নিজেদের শেষ ম্যাচ জিতে এদিন খেলতে নামছে। গত ম্যাচে চেন্নাইকে হারিয়ে বড় জয় পেয়েছে আরসিবি (RCB)। যে ম্যাচে বেঙ্গালুরুর তরফ থেকে একটা দলগত পারফরম্যান্স দেখা গেছিল। সেই ম্যাচে ওপেনার ফিল সল্ট করেন ১৬ বলে ৩২ রান এবং বিরাট কোহলি করেন ৩১ রান। ফলে, এই ম্যাচেও তাদের দিকে নজর থাকবে (RCB vs GT Live score)।

 

 

সেইসঙ্গে, অধিনায়ক রজত পাতিদারের সংগ্রহে ৩২ বলে ৫১ রান। নিঃসন্দেহে তাঁর দিকেও নজর রাখতেই হচ্ছে। তাছাড়া দেবদূত পাড্ডিকাল, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, টিম ডেভিড, জশ হ্যাজেলউড এবং যশ দয়ালের দিকেও অবশ্যই চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের (RCB vs GT Match)।

অপরদিকে, পিছিয়ে নেই গুজরাতও (GT)। তারা আবার শেষ ম্যাচে মুম্বইকে হারিয়ে দেয়। সেই ম্যাচে সাই সুদর্শন খেলেন ৪১ বলে ৬৩ রানের অসাধারণ ইনিংস। তবে তিনি একা নন, অধিনায়ক শুভমান গিলও বেশ ভালো খেলেন। তিনি করেন ৩৮ রান (IPL 2025 Live)।

ফলে, তাদের দিকে তো নজর রাখতেই হচ্ছে। সেইসঙ্গে, জস বাটলারের ঝুলিতে ছিল ৩৯ রান। তিনি ছাড়াও শাহরুখ খান, শেরফানে রাদারফোর্ড, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা, সাই কিশোর, মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণর দিকে অবশ্যই চোখ রাখতে হবে এই ম্যাচে (IPL 2025 News and Updates)।

সবথেকে বড় বিষয় হল যে, গত ম্যাচে দুই দলই নিজেদের ইনিংসে ১৯৬ রান তুলেছিল। স্বাভাবিকভাবেই, দুটি দলেরই ব্যাটিং লাইন-আপ যথেষ্ট শক্তিশালী। আর দুটি দলেরই অধিনায়ক ফর্মে আছেন। একদিকে গিল এবং অন্যদিকে পাতিদার (RCB vs GT Dream 11 prediction)।

দুই দলের প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে (RCB vs GT probable first xi)?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য প্রথম একাদশঃ ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদূত পাডিক্কাল, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, জীতেশ শর্মা (উইকেটকিপার-ব্যাটার), ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল

ইমপ্যাক্ট সাবঃ সুয়শ শর্মা

গুজরাত টাইটান্সের সম্ভাব্য প্রথম একাদশঃ শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার, শেরফানে রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, আরশাদ খান, মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা

ইমপ্যাক্ট সাবঃ প্রসিধ কৃষ্ণ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar: 'মমতা ইচ্ছা করেই দাঙ্গা হতে দিয়েছেন!' বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari: ‘কী সাহস! বলছে হিন্দুদের জবাই করবে!’ মমতার সরকারকে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর