RCB vs RR Live Updates: আইপিএল-এর (IPL 2025 ) মঞ্চে রবিবার দুপুরে, অন্যতম হাইভোল্টেজ ম্যাচে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস (Royal Challengers Bengaluru vs Rajasthan Royals)।
আর সেই ম্যাচেই আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলল রাজস্থান (IPL 2025 live score)।
এদিনে টসে জিতে বোলিং নেয় বেঙ্গালুরু। আর ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি রাজস্থানের। মাত্র ১৫ রানে প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু হাল ধরেন যশস্বী জয়সওয়াল। বেশ লড়াকু ব্যাটিং করেন এই তরুণ ওপেনার এবং উপহার দেন ৪৭ বলে ৭৫ রানের অনবদ্য একটি ইনিংস। অন্যদিকে, রিয়ান পরাগ্ন করেন ৩০ রান এবং ধ্রুভ জুরেলের ঝুলিতে ৩৫ রান (RCB vs RR 2025 Live score)।
এছাড়া শিমরন হেটমেয়ারের সংগ্রহে মাত্র ৯ রান। নীতিশ রানা শেষ অবধি ৪ রানে অপরাজিত ছিলেন। ফলে বোঝাই যাচ্ছে যে, এদিনের ম্যাচে জয়সওয়াল ছাড়া রাজস্থানের তরফ থেকে কেউ আর সেইরকম বড় রান পাননি। তবুও যশস্বী জয়সওয়ালের লড়াকু ব্যাটিং-এর সুবাদেই কিছুটা সম্মানজনক জায়গায় পৌঁছয় তারা। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলতে সক্ষম হয় রাজস্থান রয়্যালস (RCB vs RR live update)।
অপরদিকে, বেঙ্গালুরুর হয়ে ১টি করে উইকেট পেয়েছেন ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড এবং যশ দয়াল। ১৭৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (IPL 2025 points table)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।