রিঙ্কু সিং-এর সাড়ে তিন কোটির বাংলোতে ঠিক কী কী আছে? চলুন দেখে নেওয়া যাক

ছোট্ট একটি বাগান, সুইমিং পুল, রুফটপ বার সবই রয়েছে রিঙ্কুর নতুন বাড়িতে।

নিজের নতুন বাড়ির ভিডিও করে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং। আলিগড়ে সাড়ে তিন কোটি টাকা খরচ করে নতুন বাড়ি কিনেছেন তিনি। মোট ৬টি বেডরুম, সুইমিং পুল, রুফটপ বার সহ নানা সুযোগ-সুবিধা রয়েছে রিঙ্কুর এই নতুন বাংলোতে। আলিগড়ের ছোট্ট দুই রুমের বাড়ি থেকে ওজোন সিটির গোল্ডেন এস্টেটের এই आলিশান বাংলোতে সরিয়ে নিয়ে গেছেন রিঙ্কু। নিজের একটি বাড়ি থাকা সবসময়ই তাঁর স্বপ্ন ছিল। তাই এই বাড়িটি কিনে নেন, নিজেই জানিয়েছেন রিঙ্কু।

ছোট্ট একটি বাগান, সুইমিং পুল, রুফটপ বার সবই রয়েছে রিঙ্কুর বাড়িতে। বাড়ির একটা অংশ তিনি পুরস্কার রাখার জন্য রেখেছেন। যশ দয়ালের বিরুদ্ধে মারা ৫টি ছক্কার ব্যাটটিও এর মধ্যে রয়েছে। এই ব্যাটটিই তাঁর জীবন বদলে দিয়েছে, বলেছেন রিঙ্কু। গত ২০২৩ সালের আইপিএলে গুজরাট টাইটান্সের বোলার যশ দয়ালের বিরুদ্ধে এক ওভারে টানা ৫টি ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন রিঙ্কু। কলকাতা নাইট রাইডার্সের এই তারকার ভাগ্য এরপর কার্যত বদলে যায়।

Latest Videos

এরপর ভারতীয় দলে জায়গা পেলেও দুর্ভাগ্যবশত টি-২০ বিশ্বকাপের জয়ী দলে স্থান পাননি রিঙ্কু। কলকাতা তাঁকে কিনলেও এবার ১৩ কোটি টাকায় এবার দলে রেখেছে। দরিদ্র পরিবারের সন্তান রিঙ্কুর বাবা খানচন্দ্র সিং ছিলেন গ্যাস সিলিন্ডার বিতরণকারী। আলিগড় স্টেডিয়ামের কাছে দুটি রুমের একটি বাড়িতে থাকতেন তারা। ক্রিকেট খেলে এত টাকা রোজগার করার পরেও তাঁর বাবা এখনও গ্যাস সিলিন্ডার বিতরণ করেন, এইসব কথা নিজেই জানিয়েছেন রিঙ্কু সিং। বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার জন্য ভারতীয় দলের সঙ্গেই আছেন রিঙ্কু।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari