Rinku Singh Engagement Video: বাগদানের পরই প্রিয়ার সঙ্গে নাচের তালে পা মেলালেন রিঙ্কু, ভাইরাল তারকা ব্য়াটারের নাচের ভিডিয়ো

Published : Jun 09, 2025, 12:43 PM IST

Rinku Singh Marriage: সেরা ব্য়াটার হিসেবে আগেই নজর কেড়েছেন আইপিএলে। এবার সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে শুরু করলেন জীবনের আরও একটি নতুন অধ্যায়। সাংসদের সঙ্গে বাগদান সারলেন রিঙ্কু সিং। 

PREV
18
রিঙ্কু প্রিয়ার বাগদানে চাঁদের হাট

লখনউয়ের এক পাঁচতারা হোটেলে বন্ধুবান্ধব ও দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সারলেন তারকা ব্যাটার রিঙ্কু সিং।

28
বিয়েতে সীমিত লোকের উপস্থিতি

বাগদান পর্ব মিটে গেল আইপিএলের বহুল চর্চিত তারকা ব্য়াটার রিঙ্কু সিং ও সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের। জানা গিয়েছে দুই পরিবারের সীমিত কিছু আত্মীয়স্বজন, ঘনিষ্ঠ বন্ধু, রাজনীতি ও ক্রিড়ামহলের কিছু সদস্যদের সাক্ষী রেখেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন রিঙ্কু-প্রিয়া। 

38
বাগদানে কারা ছিলেন উপস্থিত?

সূূত্রের খবর, হাইপ্রোফাইল এই বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কুমার, পীযুষ চাওলার মতোন বর্ষীয়ান ক্রিকেটাররা। এবং রাজনৈতিক মহলের মধ্যে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সাংসদ ডিম্পল যাদব। রামগোপাল যাদব ও প্রিয়া সরোজের ঘনিষ্ঠ বন্ধুরা।  

48
ভাইরাল বাগদানের ভিডিয়ো

সোশ্যাল মিডিয়ায় ব্য়াপক ভাইরাল হয়েছে রিঙ্কু ও প্রিয়া সরোজের বাগদানের ভিডিয়ো। দেখুন হবু দম্পতির নাচের ভিডিয়ো। 

58
আবেগে ভাসলেন প্রিয়া সরোজ

জীবনের নতুন ইনিংস শুরু করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া  সরোজ। বাগদানের পর হবু বর  রিঙ্কুর হাত ধরে কেঁদে ভাসালেন প্রিয়া। 

68
শুরু জীবনের নতুন অধ্য়ায়

আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স ও জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রিঙ্কু সিং। এরই মধ্যে তিনি জীবনের নতুন অধ্যায়ে পা দিলেন।

78
কোথায় হল বাগদান পর্ব?

রবিবার লখনউয়ে বাগদান অনুষ্ঠানে রিঙ্কু সিং ও প্রিয়া সরোজের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, পরিজন, বিশিষ্ট অতিথিরা ছিলেন।

88
ভাইরাল যুগলের নাচ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নাচের ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাগদান পর্বের পরই বন্ধুবান্ধবদের সঙ্গে নাচছেন  প্রিয়া সরোজ। কিন্তু  রিঙ্কু কিছুটা লজ্জিত ভাবে পাশে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু পরে তাঁকেও নাচতে দেখা যায়। 

Read more Photos on
click me!

Recommended Stories