
Rinku Singh: উত্তরপ্রদেশ টি-২০ ক্রিকেট লিগে ঝড় তুললেন রিঙ্কু সিং। ইতিমধ্যেই এশিয়া কাপের জন্য ভারতীয় দলে জায়গা পেয়ে গেছেন তিনি। মীরাট ম্যাভেরিক্সের হয়ে ব্যাট করতে নেমে, প্রথম ২০ বলে মাত্র ৭ রান করেন রিঙ্কু। কিন্তু তারপরের ২৮ বলে ৭১ রান করে। ফলে, ৪৮ বলে ৭৮ রানের দুরন্ত ইনিংস উপহার দেন তিনি।
তাঁর ইনিংসে ছিল চারটি ছক্কা এবং চারটি চার। উল্লেখ্য, এর আগে ইউপি প্রিমিয়ার লিগে লখনউ ফ্যালকনসের বিরুদ্ধে ২৭ বলে ৫৭ রান এবং কাশী রুদ্রসের বিরুদ্ধে ৪৮ বলে ১০৮ রান করেন রিঙ্কু।
আইপিএলে খুব একটা ভালো পারফর্ম করতে না পারলেও রিঙ্কুকে এশিয়া কাপের দলে নেওয়া হয়েছে। যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ারকে বাদ দিয়ে রিঙ্কুকে দলে নেওয়া হয়। তবে এশিয়া কাপের দলে জায়গা পাওয়ার পর, ইউপি প্রিমিয়ার লিগে রিঙ্কুর পারফরম্যান্স রীতিমতো নজরকাড়া। আর তার ফলে, তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্রমশই বাড়ছে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রিঙ্কু বলেন, এশিয়া কাপের দলে জায়গা পাওয়া নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত ছিলেন। গত বছর ভালো পারফর্ম করতে পারেননি। তবে এশিয়া কাপের দলে জায়গা পাওয়া তাঁকে অনুপ্রাণিত করেছে। গত ২০১৮ সাল থেকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন রিঙ্কু। এরপর ২০২৫ সালের মেগা নিলামের আগে ১৩ কোটি টাকা দিয়ে কলকাতা তাঁকে ধরে রাহে।
এবার এশিয়া কাপের আগে উত্তরপ্রদেশ টি-২০ ক্রিকেট লিগে ঝড় তুললেন রিঙ্কু সিং। ইতিমধ্যেই এশিয়া কাপের জন্য ভারতীয় দলে জায়গা পেয়ে গেছেন তিনি। এদিন মীরাট ম্যাভেরিক্সের হয়ে ব্যাট করতে নেমে, প্রথম ২০ বলে মাত্র ৭ রান করেন রিঙ্কু। তারপরের ২৮ বলে ৭১ রান করে। ফলে, ৪৮ বলে ৭৮ রানের দুরন্ত ইনিংস উপহার দেন রিঙ্কু সিং।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।