চালক রাখো, নিজে গাড়ি না চালানোই ভাল, ঋষভ পন্থকে বার্তা কপিল দেবের

Published : Jan 02, 2023, 12:46 PM ISTUpdated : Jan 02, 2023, 01:20 PM IST
Kapil Dev calls call team india chokers

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের দ্রুত সুস্থতা কামনা করলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তিনি ঋষভকে গাড়ি না চালানোর পরামর্শও দিয়েছেন।

গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হওয়া ঋষভ পন্থকে আর নিজে গাড়ি না চালানোর পরামর্শ দিলেন কপিল দেব। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেছেন, ‘এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আমি যখন উঠতি ক্রিকেটার, তখন তখন একবার মোটর সাইকেল চালানোর সময় দুর্ঘটনা হয়। তারপর থেকে আমার ভাই কোনওদিন মোটর সাইকে ছুঁতেও দেয়নি। ঋষভ পন্থ যে নিরাপদে আছে, তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার সুন্দর একটা গাড়ি আছে। তোমার গাড়ি অত্যন্ত দ্রুতগতিতে চালানো যায়। কিন্তু তোমাকে সতর্ক হতে হবে। তুমি অনায়াসে একজন চালক রাখতে পারো। তোমার একা গাড়ি চালানোর দরকার নেই। আমি বুঝি, অনেকেরই গাড়ি চালানোর শখ থাকে। গাড়ি চালানো অনেকের কাছেই পছন্দের বিষয়। এই বয়সে এরকম শখ থাকাই স্বাভাবিক। কিন্তু তোমার দায়িত্বও আছে। একমাত্র তুমিই নিজের দায়িত্ব নিতে সক্ষম। তুমি কী করবে, সেটা তোমাকেই ঠিক করতে হবে।’

পন্থের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু একা গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেই পরামর্শে কান দেননি এই ক্রিকেটার। তিনি নিজেই গাড়ি চালানোর সিদ্ধান্তে অটল থাকেন। দুর্ঘটনার পর তাঁর এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। 

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুরনো একটি ভিডিও। সেই ভিডিওতে শোনা যাচ্ছে, জাতীয় দলের সতীর্থ শিখর ধাওয়ানের সঙ্গে কথোপকথনের সময় তাঁর কাছ থেকে একটি পরামর্শ চান পন্থ। তাঁকে দ্রুতগতিতে গাড়ি না চালানোর পরামর্শ দেন ধাওয়ান। কিন্তু সেই পরামর্শেও যে কান দেননি এই ক্রিকেটার, সেটা তাঁর ভয়াবহ দুর্ঘটনাতেই স্পষ্ট।

দিল্লি ক্রিকেট সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মা জানিয়েছেন, তাঁকে পন্থ জানিয়েছেন, রাস্তায় একটি গর্ত থেকে গাড়ির চাকা বাঁচাতে গিয়েই ডিভাইডার রেলিংয়ে ধাক্কা মারেন। এরপরেই রাস্তায় সেই জায়গায় গর্ত সারাই করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, তাঁকেও রাস্তায় হঠাৎ গর্ত দেখতে পেয়ে পাশ কাটাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ার কথা জানিয়েছেন পন্থ। 

ঠিক কী কারণে পন্থের দুর্ঘটনা ঘটল, সেটা এখনও স্পষ্ট হয়নি। পন্থ সুস্থ হয়ে উঠলে তারপর হয়তো পুরো বিষয়টি স্পষ্ট হবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে এই দুর্ঘটনা নিয়ে এখনও দেশজুড়ে জল্পনা চলছে। পন্থের দ্রুত আরোগ্য কামনা করছেন ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন-

'চাচু গেট ওয়েল সুন', ঋষভ পন্থের জন্য বার্তা রোহিত শর্মার মেয়ে সামাইরার

সংক্রমণ ছড়াতে পারে, পন্থকে দেখতে হাসপাতালে ভিড় করবেন না, আর্জি দিল্লি ক্রিকেট সংস্থার

পন্থকে উদ্ধার করা বাসচালককে প্রজাতন্ত্র দিবসে সম্মান জানাবে উত্তরাখণ্ড সরকার

PREV
click me!

Recommended Stories

T20 World Cup Tickets Booking: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট মাত্র ১০০ টাকায়! কীভাবে বুক করবেন?
IND U19 vs UAE U19: বিধ্বংসী ব্যাটিং তরুণ বৈভবের! সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দাপুটে সেঞ্চুরি