বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট ও সিডনি সিক্সার্সের ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক। আম্পায়াররা আউট দিয়ে ঠিক করেছেন কি না সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তর্ক।
ক্যাচ ধরে বাউন্ডারি লাইনের বাইরে চলে গিয়ে আবার ফিরে এসে ক্যাচ নেওয়ার ঘটনা ক্রিকেটে নতুন নয়। কিন্তু বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট ও সিডনি সিক্সার্সের ম্যাচে মাইকেল নেসার যেভাবে ক্যাচ নিয়েছেন, সেটা নিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোড়ন পড়ে গিয়েছে। আউট দেওয়ার সিদ্ধান্ত ঠিক না ওভার-বাউন্ডারি দেওয়াই উপযুক্ত সিদ্ধান্ত হত, সেটা নিয়ে বিভিন্ন মত শোনা যাচ্ছে। এই ম্যাচে সিডনি সিক্সার্সের ইনিংসের ১৯-তম ওভারে মার্ক স্টেকেটির বলে ওভার-বাউন্ডারি মারার চেষ্টা করেন জর্ডান সিল্ক। বাউন্ডারি লাইনে ছিলেন নেসার। তিনি প্রথমে ক্যাচ নিয়ে দেহের ভারসাম্য বজায় রাখতে না পেরে বাউন্ডারি লাইনের বাইরে চলে যান। বল শূন্যে তুলে দিয়ে তিনি প্রথমে বাউন্ডারির বাইরে মাটিতে পা রাখেন। এরপর লাফিয়ে উঠে বল ধরে সেটা আবার শূন্যে তুলে দেন। এরপর বাউন্ডারির মধ্যে ফিরে ক্যাচ সম্পূর্ণ করেন নেসার। এই ক্যাচ নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা।
বিগ ব্যাশ লিগের নিয়ম অবশ্য বলছে, আম্পায়াররা ঠিক সিদ্ধান্তই নিয়েছেন। কারণ, ক্যাচ সংক্রান্ত নিয়মে স্পষ্ট উল্লেখ রয়েছে, প্রথমে ক্যাচ নিতে হবে বাউন্ডারি লাইনের মধ্যে। তারপর যদি সংশ্লিষ্ট ফিল্ডার যদি বাউন্ডারি লাইনের বাইরে চলেও যান, সেক্ষেত্রে শূন্যেই বল ধরতে হবে। মাটিতে পা বা শরীরের অন্য কোনও অংশ লেগে থাকা অবস্থায় ক্যাচ নেওয়া চলবে না। নেসার বাউন্ডারি লাইনের বাইরে শূন্যেই ক্যাচ নিয়েছেন। সেই কারণেই আউট দিয়েছেন আম্পায়াররা।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ব্রিসবেন হিট। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২৪ রান করে ব্রিসবেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৫১ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন নাথান ম্যাকসুইনি। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ২৩ বলে ৬২ রান করেন ওপেনার জস ব্রাউন। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। ২৮ রান করেন স্যাম বিলিংস।
রান তাড়া করতে নেমে ২০৯ রানে অলআউট হয়ে যায় সিডনি সিক্সার্স। সিল্কের ৪১ রানের পাশাপাশি ৪১ রান করেন ওপেনার জেমস ভিনস। ওপেনার জস ফিলিপ করেন ২৭ রান। ৭ নম্বরে নেমে ২৭ রান করেন হেডেন কের। ৪১ রান দিয়ে ৩ উইকেট নেন নেসার।
আরও পড়ুন-
'চাচু গেট ওয়েল সুন', ঋষভ পন্থের জন্য বার্তা রোহিত শর্মার মেয়ে সামাইরার
ভারত সফরে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে না, জানিয়ে দিল অস্ট্রেলিয়া
ভারতীয় দলে ফিরছে ইয়ো-ইয়ো টেস্ট, ওডিআই বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হল ২০ জনকে