গাড়ির সেফটি ফিচার্সের জন্যই মারাত্মক দুর্ঘটনার পরেও প্রাণে বাঁচলেন ঋষভ পন্থ

Published : Dec 30, 2022, 10:23 AM ISTUpdated : Dec 30, 2022, 10:58 AM IST
Rishabh Pant

সংক্ষিপ্ত

শুক্রবার সকালে মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ক্রিকেটার ঋষভ পন্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার খবরে ক্রিকেট মহলে উদ্বেগ। 

মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হলেও, প্রাণের আশঙ্কা নেই ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের। তিনি হাসপাতালে ভর্তি। তাঁর গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারার পর আগুন ধরে গিয়ে সম্পূর্ণ পুড়ে গিয়েছে। তবে এই গাড়ির সেফটি ফিচার্সই পন্থের প্রাণ বাঁচিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার ফলে পন্থের হাঁটু ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। ফলে এই ক্রিকেটারকে হয়তো অন্তত এক বছর মাঠের বাইরে থাকতে হতে পারে। তারপর রিহ্যাবের মাধ্যমে ফিট হয়ে উঠে তাঁর পক্ষে মাঠে ফেরা সম্ভব হতে পারে। এখনও পর্যন্ত অবশ্য এমআরআই-এর রিপোর্ট পাওয়া যায়নি। এমআরআই-এর রিপোর্ট পেলে চোটের গুরুত্ব বোঝা যাবে। তবে আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারবেন না পন্থ। চোটের জন্য যদি তাঁকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়, তাহলে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপেও হয়তো তিনি খেলতে পারবেন না।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন পন্থ। ভোর সাড়ে ৫টা নাগাদ গাড়িটি দিল্লি-হরিদ্বার হাইওয়েতে ডিভাইডার রেলিংয়ে ধাক্কা মারে। গাড়িটি উল্টে গিয়ে কয়েকবার ডিগবাজি খায়। এরপরেই গাড়িটিতে আগুন ধরে যায়। হরিদ্বার গ্রামীণের পুলিশ সুপার স্বপন কিশোর সিং জানিয়েছেন, 'দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরাই ঋষভ পন্থকে টেনে গাড়ি থেকে বের করেন। এরপর এই ক্রিকেটারকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে দেরাদুনের একটি বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'

পন্থের দুর্ঘটনার বিষয়ে হরিদ্বার গ্রামীণের পুলিশ সুপার আরও জানিয়েছেন, 'ঋষভ পন্থের মাথা, ডান হাঁটু ও হাতে আঘাত লেগেছে। তবে তাঁর সংজ্ঞা আছে এবং কথা বলছেন। তিনি যে গাড়িটি চালাচ্ছিলেন, সেটি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। ঋষভ পন্থ সৌভাগ্যবান যে এত বড় দুর্ঘটনার পরেও প্রাণে বেঁচে গিয়েছেন।'

অন্য এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'ঋষভ পন্থ হয়তো দুর্ঘটনার সময় ঘুমিয়ে পড়েছিলেন। এছাড়া দুর্ঘটনার অন্য কারণ থাকতে পারে না। কারণ, সেই সময় রাস্তায় কুয়াশা ছিল না। তাঁর পিঠে আঘাত লেগেছে, চোখের কাছে কেটে গিয়েছে, ডান হাঁটুর লিগামেন্টেও চোট পেয়েছেন তিনি।'

এই দুর্ঘটনার পর হয়তো পন্থকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। তিনি কবে মাঠে ফিরতে পারবেন, সে ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন-

দুর্ঘটনার কবলে ক্রিকেটার ঋষভ পন্থ, ভর্তি দিল্লির হাসপাতালে, অবস্থা গুরুতর

রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস সূর্যকুমার যাদবের

বুমরাহ, জাদেজাকে দলে ফেরানোর বিষয়ে তাড়াহুড়ো করতে নারাজ বিসিসিআই

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: দলে রদবদল হচ্ছে, নিলামে কাদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর?
IPL Brand Value: সানরাইজার্স এবং আরসিবির ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে বড় পরিবর্তন, কোথায় দাঁড়িয়ে দুই দল?