দুর্ঘটনার কবলে ক্রিকেটার ঋষভ পন্থ, ভর্তি দিল্লির হাসপাতালে, অবস্থা গুরুতর

Published : Dec 30, 2022, 09:16 AM ISTUpdated : Dec 30, 2022, 09:56 AM IST
Damaged car of Rishabh Pant

সংক্ষিপ্ত

পথ দুর্ঘটনার কবলে পড়লেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পথ দুর্ঘটনায় মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। দিল্লি ফেরার সময় উত্তরাখণ্ডের রুরকির কাছে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গিয়েছে। পন্থ নিজেই তাঁর বিএমডব্লু গাড়িটি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা মারে। এরপরেই গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। পন্থকে দিল্লির কাছে সক্ষম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে দিল্লির ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। পন্থের মাথায় চোট লেগেছে বলে জানা গিয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সেটা এখনও স্পষ্ট নয়। উত্তর ভারতে এই সময় সন্ধে থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকে। দৃশ্যমানতা একেবারেই কমে যায়। তার ফলেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পন্থের দুর্ঘটনার খবরে ভারতীয় ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। সোশ্যাল মিডিয়া পুড়ে যাওয়া গাড়ি এবং আহত পন্থের ছবি ভাইরাল। সেই ছবিতে দেখা যাচ্ছে, মাথায় ও পিঠে আঘাত পেয়েছেন এই ক্রিকেটার। গাড়িটি পুড়ে গিয়েছে। এতেই দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট।

বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন পন্থ। সেই ভিডিওতে দেখা যায়, তিনি ছুটি কাটাতে গিয়েছেন এবং সেখানে পাখিদের খাবার দিচ্ছেন। ওই ভিডিও পোস্ট করে পন্থ লেখেন, 'মাই সিলি পয়েন্ট অফ দ্য ডে'। ছুটি কাটিয়ে দিল্লি ফেরার সময়ই দুর্ঘটনার কবলে পড়ল তাঁর গাড়ি। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০, ওডিআই সিরিজে ভারতীয় দলে রাখা হয়নি এই উইকেটকিপার-ব্যাটারকে। এ বছর ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পন্থ। সেই কারণেই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আগে এই ক্রিকেটার যাতে তরতাজা অবস্থায় থাকেন, সেটা নিশ্চিত করাই ছিল বিসিসিআই কর্তাদের লক্ষ্য। পন্থের হাঁটুতে সামান্য চোট ছিল। সেই চোট সারানোর জন্য তাঁর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই দুর্ঘটনার কবলে পড়লেন এই ক্রিকেটার। ফলে তিনি সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন, সে ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না।

ভারতের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা পন্থ। তিনি ভারতীয় দলকে অনেক ম্যাচ জিতিয়েছেন। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতায় বড় অবদান ছিল এই উইকেটকিপার-ব্যাটারের। 

আরও পড়ুন-

রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস সূর্যকুমার যাদবের

বুমরাহ, জাদেজাকে দলে ফেরানোর বিষয়ে তাড়াহুড়ো করতে নারাজ বিসিসিআই

মহিলাদের টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষিত, আছেন বাংলার রিচা ঘোষ

PREV
click me!

Recommended Stories

IND U19 vs UAE U19: বিধ্বংসী ব্যাটিং তরুণ বৈভবের! সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দাপুটে সেঞ্চুরি
IPL Most Expensive Player: ধোনি থেকে ঋষভ পন্থ! এখনও পর্যন্ত, আইপিএল-এর নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার কারা?