রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস সূর্যকুমার যাদবের

ভারতের হয়ে ওডিআই, টি-২০ ফর্ম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও, এখনও টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি সূর্যকুমার যাদব। তিনি এবার হয়তো সেই লক্ষ্যে এগিয়ে যেতে চাইছেন।

বাংলাদেশ সফর থেকে ফিরে এবার রঞ্জি ট্রফিতেও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন বর্তমানে টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্যাটার সূর্যকুমার যাদব। বুধবার রঞ্জি ট্রফি এলিট গ্রুপ বি-এর ম্যাচের দ্বিতীয় দিন সৌরাষ্ট্রের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখালেন সূর্যকুমার। শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমি বিকেসি মাঠে এই ম্যাচের প্রথম ইনিংসে ২৮৯ রানে অলআউট হয়ে যায় সৌরাষ্ট্র। এরপর মুম্বইয়ের প্রথম ইনিংসে ৬ রানের মধ্যে ২ উইকেট পড়ে যায়। মুম্বইয়ের ২ ওপেনার পৃথ্বী শ (৪) ও যশস্বী জয়সোয়াল (২) ইনিংসের ২ ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান। সেই সময় চেতন সাকারিয়া, চিরাগ জানিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান সূর্যকুমার। তিনি ১০৭ বলে ৯৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। প্রথমে মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্কা রাহানে (২৪) ও পরে সরফরাজ খানের (৭৫) সঙ্গে জুটি বেঁধে দলকে ভাল জায়গায় পৌঁছে দেন সূর্যকুমার। 

মুম্বই অবশ্য এই ম্যাচের প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়ে গিয়েছে। মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটাররা রান পাননি। মুশির খান (১২), শামস মুলানি (৯), হার্দিক তামোরে (২), শশাঙ্ক আত্তার্দে (১), তুষার দেশপাণ্ডেরা (২) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। সৌরাষ্ট্রের হয়ে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেন যুবরাজসিং ডোডিয়া। ৭০ রান দিয়ে ৪ উইকেট নেন ধর্মেন্দরসিং জাদেজা। ১ উইকেট করে নেন সাকারিয়া ও জানি।

Latest Videos

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১২০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলেছে সৌরাষ্ট্র। ৫০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মুলানি। ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তুষার। দ্বিতীয় ইনিংসে মুম্বই যদি সৌরাষ্ট্রকে দ্রুত অলআউট করে দিতে পারে, তাহলে ম্যাচ জয়ের আশা থাকবে। 

এউ ম্যাচে মুম্বইয়ের সবচেয়ে বড় ভরসা সূর্যকুমার। এবারের রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে এই নিয়ে দ্বিতীয়বার ৯০-এর ঘরে স্কোর করলেন সূর্যকুমার। এর আগে হায়দরাবাদের বিরুদ্ধে ৮০ বলে ৯০ রান করেছিলেন এই তারকা ব্যাটার। এবার তিনি দলের প্রয়োজনের মুহূর্তে দামী ইনিংস খেললেন। এই মরসুমে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ খেলতে পারেননি সূর্যকুমার। তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেললেন তিনি। পরপর ২ ম্যাচে তিনি বড় রান পেলেন। দেশের হয়ে সীমিত ওভারের ফর্ম্যাটে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন সূর্যকুমার। এবার টেস্ট ম্যাচ খেলাই তাঁর লক্ষ্য।

আরও পড়ুন-

বুমরাহ, জাদেজাকে দলে ফেরানোর বিষয়ে তাড়াহুড়ো করতে নারাজ বিসিসিআই

মহিলাদের টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষিত, আছেন বাংলার রিচা ঘোষ

ওডিআই সিরিজে বাদ পড়া নিয়ে বিতর্কের মধ্যেই রঞ্জি ট্রফিতে ভাল ইনিংস সঞ্জু স্যামসনের

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury