LSG: সব জল্পনার অবসান! লখনউ সুপার জায়ান্টের নতুন অধিনায়ক ঋষভ পন্থ, ঘোষণা করলেন গোয়েঙ্কা

সমস্ত জল্পনার অবসান। 

সোমবার, আলিপুরের আরপিএসজি হাউসে ভারতীয় উইকেটরক্ষককে পাশে নিয়ে ঘোষণা করলেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। উল্লেখ্য, গত ২০২২ সাল থেকে আইপিএল-এ খেলা শুরু করার পর থেকেই কে এল রাহুলই ছিলেন দলের অধিনায়ক। তবে গত মরশুমে হায়দ্রাবাদ ম্যাচে পরাজয়ের পর, সঞ্জীব গোয়েঙ্কাপ্রকাশ্যে ভর্ৎসনা করেন রাহুলকে। যা নিয়ে অবশ্য বিস্তর সমালোচনা হয়েছিল।

আর সেই ঘটনার পরেই বোঝা গেছিল যে, রাহুলের দল ছাড়া ছিল শুধুই সময়ের অপেক্ষা। আর ঠিক সেটাই হয়েছে। গত বছরের একেবারে শেষদিকে মেগা নিলামে রেকর্ড পরিমাণ অর্থ, অর্থাৎ ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে কিনেছিল লখনউ। আর সোমবার, তাঁকেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল। শুধু তাই নয়, তাঁর পছন্দের ১৭ নম্বর জার্সিই নতুন দলে পেতে চলেছেন পন্থ। এমনকি, তাঁর নাম লেখা জার্সিতে খোদাই করা রয়েছে ‘ক্যাপ্টেন’শব্দটিও।

Latest Videos

পন্থকে পাশে নিয়ে সেই জার্সি এদিন প্রকাশ্যে আনলেন গোয়েঙ্কা এবং দলের মেন্টর জ়াহির খান। আর দায়িত্ব নিয়েই পন্থ জানিয়েছেন, “আমার উপরে আস্থা রাখার জন্য সঞ্জীব স্যর এবং জ়াক ভাইকে ধন্যবাদ। লখনউয়ের হয়ে সবসময় ২০০% দেওয়ার চেষ্টা করব আমি।”

দিল্লীতে খেলার সময় শেষ তিন বছর অধিনায়ক ছিলেন পন্থই। গত ২০২৩ সালে, চোটের কারণে অবশ্য খেলতে পারেননি। ফলে, লখনউ যে অধিনায়ক হিসাবে তাঁর নামই ঘোষণা করত, তা একপ্রকার নিশ্চিতই হয়ে গেছিল। বলা চলে, কোনও সন্দেহউ ছিল না। তবে নিকোলাস পুরানেরও অধিনায়ক হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। কিন্তু তাঁকেও যেন কার্যত টেক্কা দিলেন পন্থ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

নাসার স্পেসএক্স ক্রু-৯ নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বাচ উইলমোর মহাকাশে তাদের মিশন নিয়ে আলোচনা করছেন
'এত বড় বিস্ফোরণ! রহস্যটা কি? NIA হোক' যোগ্য দাবী দিলীপের | Dilip Ghosh Latest News | Patharpratima
Baruipur News: মুদির দোকানের আড়ালে বেআইনি মদের রমরমা ব্যবসা! ফাঁস করতেই পুলিশের উপর হামলা!
Sukanta Majumdar: ‘মমতার তৃণমূলই দাঙ্গার নেপথ্যে!’ মোথাবাড়ি নিয়ে মমতাকে তোপ দাগলেন সুকান্ত মজুমদার
বিজেপির হিন্দু ধর্মকে 'গন্দা ধরম' আখ্যা মমতার, পাল্টা দিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী