সংক্রমণের আশঙ্কা, আইসিইউ থেকে প্রাইভেট স্যুইটে সরানো হল ঋষভ পন্থকে

Published : Jan 02, 2023, 03:22 PM ISTUpdated : Jan 02, 2023, 03:50 PM IST
Rishabh Pant, India vs New Zealand T20 Series

সংক্ষিপ্ত

ঋষভ পন্থ ভর্তি হওয়ার পর থেকেই দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। পন্থের পরিবারের পক্ষ থেকে কাউকে হাসপাতালে না যাওয়ার আর্জি জানানো হয়েছে।

শুক্রবার ভোরে ভয়াবহ দুর্ঘটনার পর দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে ঋষভ পন্থকে। এরপর থেকেই এই হাসপাতালে পন্থকে দেখতে ভিড় জমাচ্ছেন বিসিসিআই কর্তা, দিল্লি ক্রিকেট সংস্থার কর্তা, অভিনেতা, রাজনৈতিক নেতারা। শুধু ভিজিটিং আওয়ার্সই নয়, অন্য সময়েও পন্থকে দেখতে যাচ্ছেন বহু মানুষ। এর ফলে যেমন বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন না এই ক্রিকেটার, তেমনই তাঁর সংক্রমিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। পন্থের পরিবারের পক্ষ থেকে কাউকে হাসপাতালে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই আর্জি জানিয়েছেন দিল্লি ক্রিকেট সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মাও। কিন্তু তারপরেও হাসপাতালে ভিড় কমার লক্ষণ নেই। এই পরিস্থিতিতে পন্থের শারীরিক অবস্থার কথা ভেবে তাঁকে আইসিইউ থেকে প্রাইভেট স্যুইটে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে শ্যাম জানিয়েছেন, 'সংক্রমণের আশঙ্কা থাকায় আমরা ঋষভ পন্থের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষকে বলে ওকে প্রাইভেট স্যুইটে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। ও এখন ভাল আছে। ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।'

পন্থের চিকিৎসার সঙ্গে যুক্ত মেডিক্যাল টিমের এক সদস্য জানিয়েছেন, 'ঋষভ যাতে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পান, সেটা নিশ্চিত করা দরকার। শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও ঋষভের বিশ্রাম দরকার। দুর্ঘটনার ফলে ও যে চোট পেয়েছে, তার ফলে ওর শরীরের বিভিন্ন জায়গায় এখনও যন্ত্রণা রয়েছে। এরই মধ্যে ওকে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হচ্ছে। এর ফলে ওর শারীরিক শক্তিক্ষয় হচ্ছে যা দ্রুত সুস্থ হয়ে ওঠার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। তাই এখন কারও ঋষভের সঙ্গে দেখা করা উচিত নয়। ওকে বিশ্রাম নিতে দেওয়া উচিত।'

হাসপাতালের এক কর্মী অবশ্য জানিয়েছেন, পন্থকে যাঁরা দেখতে আসছেন, তাঁদের বাধা দেওয়ার কোনও ব্যবস্থা করা সম্ভব নয়। কেউ যদি এই ক্রিকেটারকে দেখতে আসেন, তাহলে তিনি ভিতরে যেতেই পারেন। 

এই পরিস্থিতিতে বাধ্য হয়েই পন্থকে আইসিইউ থেকে প্রাইভেট স্যুইটে স্থানান্তরিত করা হল। এরপর আশা করা হচ্ছে ভিড় কমবে। 

পন্থকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা অনিল কাপুর ও অনুপম খের। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও হাসপাতালে যান। এছাড়া আরও অনেকে হাসপাতালে যাচ্ছেন। পন্থের যা শারীরিক অবস্থা, তাতে তাঁর পক্ষে কারও সঙ্গে কথা বলা যথেষ্ট কষ্টকর। কিন্তু তা সত্ত্বেও তাঁকে এই কাজটা করতে হচ্ছে। সেই কারণেই তাঁকে স্থানান্তরিত করা হল।

আরও পড়ুন-

ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে নতুন সিদ্ধান্ত বিসিসিআই-এর, কী এই ডেক্সা টেস্ট?

চালক রাখো, নিজে গাড়ি না চালানোই ভাল, ঋষভ পন্থকে বার্তা কপিল দেবের

'চাচু গেট ওয়েল সুন', ঋষভ পন্থের জন্য বার্তা রোহিত শর্মার মেয়ে সামাইরার

PREV
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপের আগে ভালো খবর, আইসিসি-র সঙ্গে জিওস্টারের চুক্তি বহাল
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: টি-২০ বিশ্বকাপের আগে হ্যাটট্রিক, নজর কাড়লেন নীতীশ রেড্ডি