একা গাড়ি চালাতে বারণ করেছিলেন ঘনিষ্ঠ বন্ধু, কোনওদিন শোনেননি ঋষভ পন্থ

Published : Dec 31, 2022, 09:19 PM ISTUpdated : Dec 31, 2022, 10:06 PM IST
Rishabh Pant

সংক্ষিপ্ত

দুর্ঘটনায় গুরুতর জখম হওয়া ঋষভ পন্থ কি বেপরোয়া গাড়ি চালাতেন? তাঁর দুর্ঘটনার পর এই প্রশ্ন উঠছে।

ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনা নিয়ে নতুন তথ্য উঠে এল। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পন্থকে একা গাড়ি চালাতে বারণ করেছিলেন তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু কখনও সেই পরামর্শে কান দেননি পন্থ। তিনি বলতেন, একা গাড়ি চালাতে পারবেন। এতে তাঁর কোনও সমস্যা হবে না। এরই মধ্যে শিখর ধাওয়ানের সঙ্গে পন্থের কথোপকথনের একটি পুরনো ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে পন্থকে তাঁর সিনিয়র সতীর্থের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, ‘আমাকে কোনও একটি পরামর্শ দাও’। সে কথা শুনে ধাওয়ান বলেন, 'সতর্কভাবে গাড়ি চালাও'। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকে বলতে শুরু করেছেন, পন্থ কি বেপরোয়া গাড়ি চালাতেন? পুলিশ জানিয়েছে, যে সময় এই দুর্ঘটনা ঘটে, তখন রাস্তায় কুয়াশা ছিল না। ফলে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। 

শুক্রবার হরিদ্বার গ্রামীণ পুলিশের পক্ষ থেকে বলা হয়, পন্থ হয়তো গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। এর ফলেই দুর্ঘটনা হয়। দিল্লি ক্রিকেট সংস্থার কর্তা শ্যাম শর্মা অবশ্য শনিবার পন্থের সঙ্গে দেখা করার পর নতুন তথ্য জানিয়েছেন। তাঁর বক্তব্য, ‘ঋষভ স্থিতিশীল আছে। ও সুস্থ হয়ে উঠছে। আমাদের বিসিসিআই কর্তারা এখানকার চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। জয় শাহ এ বিষয়ে নজর রেখেছেন। আপাতত ঠিক হয়েছে, ঋষভ এখানেই ভর্তি থাকবে। ও আমাকে বলেছে, দুর্ঘটনার সময় একটি গর্ত বাঁচানোর চেষ্টা করছিল। তার ফলেই ডিভাইডার রেলিংয়ে ধাক্কা মারে।’ শ্যামের এই বক্তব্যের পরেও অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর ফলেই সামাল দিতে পারেননি পন্থ? 

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পন্থের কপালে ২ জায়গায় কেটে গিয়েছে, ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, কবজিতে চোট লেগেছে, গোড়ালি, পায়ের বুড়ো আঙুলেও চোট লেগেছে। শিরদাঁড়াতেও চোট পেয়েছেন এই ক্রিকেটার। তবে তিনি এখন বিপদমুক্ত। তিনি সচেতনই আছেন। কথাও বলছেন পন্থ। শনিবার তাঁকে দেখতে যান বলিউড অভিনেতা অনিল কাপুর ও অনুপম খের। তাঁরা জানিয়েছেন, পন্থের মা ও আত্মীয়দের সঙ্গে কথা বলেছেন। 

পন্থের আর কোনও অস্ত্রোপচার করা হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তিনি কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, সেটাও এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন-

দেরাদুনের হাসপাতালে গিয়ে ঋষভ পন্থকে দেখে এলেন অনিল কাপুর, অনুপম খের

ঋষভ পন্থকে উদ্ধার করা বাসচালক, কন্ডাক্টরের প্রশংসায় ভিভিএস লক্ষ্মণ

শুক্রবার ভোরে গাড়ি দুর্ঘটনা, মারাত্মক জখম হয়ে হাসপাতালে ঋষভ পন্থ

PREV
click me!

Recommended Stories

Shubman Gill: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পরেই রঞ্জি খেলার সিদ্ধান্ত শুভমান গিলের, নামবেন পাঞ্জাবের হয়ে
বিজয় হাজারেতে সর্বোচ্চ রান সংগ্রাহক আমন মোখাদে