ঋষভ পন্থকে উদ্ধার করা বাসচালক, কন্ডাক্টরের প্রশংসায় ভিভিএস লক্ষ্মণ

শুক্রবার মারাত্মক গাড়ি দুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার ভোরে উত্তরাখণ্ডের রুরকিতে যখন পথ দুর্ঘটনায় পড়েন ঋষভ পন্থ, তখন তাঁকে সাহায্য করতে এগিয়ে যান হরিয়ানার সরকারি বাসের চালক সুশীল কুমার ও কন্ডাক্টর পরমজিৎ। তাঁরাই পন্থকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির কাছ থেকে সরিয়ে আনেন এবং পুলিশের সাহায্য নিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সুশীল ও পরমজিতের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ। তাঁর ট্যুইট, 'সুশীল কুমারের প্রতি আমরা কৃতজ্ঞ। হরিয়ানা রোডওয়েজের এই চালক ঋষভ পন্থকে জ্বলন্ত গাড়ি থেকে দূরে সরিয়ে নিয়ে যান। তিনিই ঋষভকে একটি বিছানার চাদরে জড়িয়ে নেন এবং অ্যাম্বুল্যান্স ডাকেন। সুশীলজি, আপনার নিঃস্বার্থ অবদানের জন্য আমরা আপনার কাছে ঋণী। আপনি আসল নায়ক।' পরমজিতের প্রশংসা করে লক্ষ্মণ বলেছেন, 'বাসের কন্ডাক্টর পরমজিতের কথাও উল্লেখ করতে হবে। যিনি চালক সুশীলের সঙ্গে মিলে ঋষভকে সাহায্য করেন। এই নিঃস্বার্থ ব্য়ক্তিদের কাছে আমরা কৃতজ্ঞ। তাঁদের যেমন উপস্থিত বুদ্ধি আছে, তেমনই উদার হৃদয়ও রয়েছে। তাঁদের পাশাপাশি যাঁরা ঋষভকে সাহায্য করেছেন, তাঁদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।'

 

Latest Videos

 

হাসপাতালে পন্থকে দেখতে গিয়েছিলেন দিল্লি ক্রিকেট সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মা। তিনি পন্থকে দেখে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, পন্থ তাঁকে জানিয়েছেন, তিনি গাড়ি চালানোর সময় মোটেই ঘুমিয়ে পড়েননি। তিনি রাস্তায় একটি গর্ত বাঁচাতে গিয়েই ডিভাইডারে ধাক্কা মারেন।

 

 

দুর্ঘটনার সময় একাই গাড়িতে ছিলেন পন্থ। ডিভাইডারে ধাক্কা মেরেই গাড়ি উল্টে যায়। কোনওরকমে উইন্ডস্ক্রিন ভেঙে গাড়ি থেকে বেরিয়ে আসেন এই ক্রিকেটার। এরপরেই গাড়িটিতে আগুন ধরে যায়। সুশীল ও পরমজিৎ পন্থকে দ্রুত গাড়ির কাছ থেকে সরিয়ে নিয়ে যান। তাঁরাই পুলিশকে খবর দেন এবং অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন। 

 

 

শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি-দেরাদুন হাইওয়েতে দুর্ঘটনায় পড়েন পন্থ। দুর্ঘটনার পরেই তাঁর পোড়া গাড়ির ছবি এবং আহত অবস্থায় এই ক্রিকেটারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পন্থের কপালে দু'জায়গায় কেটে গিয়েছে, ডান হাঁটুর লিগামেন্টে চোট লেগেছে। এছাড়া তাঁর ডান কবজি, গোড়ালি, পায়ের বুড়ো আঙুল ও পিঠে চোট লেগেছে। আপাতত দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন পন্থ। তাঁর এমআরআই স্ক্যান করা হয়েছে। মুখের চোটের জন্য প্লাস্টিক সার্জারিও করা হয়েছে।

আরও পড়ুন-

ঋষভ পন্থ প্রাণে বেঁচে গেলেও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই ক্রিকেটাররা

পন্থকে টেনে বের করার ৫-৭ সেকেন্ডের মধ্যেই পুড়ে যায় গাড়ি, ভয়াবহ অভিজ্ঞতা উদ্ধারকারীদের

শুক্রবার ভোরে গাড়ি দুর্ঘটনা, মারাত্মক জখম হয়ে হাসপাতালে ঋষভ পন্থ

Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya