Roger Binny: বিসিসিআই-এর সভাপতি থাকছেন রজার বিনিই, ব্যাক টু ব্যাক ডবল ইনিংস?

Published : Aug 13, 2025, 05:08 PM IST
BCCI President Roger Binny and BCCI Vice-President Rajeev Shukla

সংক্ষিপ্ত

Roger Binny: রজার বিনিকে বিসিসিআই সভাপতি হিসেবে থাকতে গেলে অবশ্য রাজ্য ক্রীড়া সংস্থাগুলির সম্মতি প্রয়োজন।

Roger Binny:  বিসিসিআই-এর সভাপতি হিসেবে রজার বিনি আরও পাঁচ বছর দায়িত্ব পালন করতে পারেন বলে শোনা যাচ্ছে। কারণ, নতুন ক্রীড়া বিল অনুযায়ী, কোনও স্পোর্টস ফেডারেশনের শীর্ষপদে থাকা ব্যক্তিদের বয়সসীমা ৭৫ বছর ধার্য করা হয়েছে। যা আদতে বিনির পক্ষে অনেকটা সুবিধাজনক। ৭০ বছর বয়সী রজার বিনি বিসিসিআই সভাপতি হিসেবে আরও একটি ইনিংস খেলবেন। অর্থাৎ, ডবল ইনিংস হতে চলেছে। 

সুপ্রিম কোর্ট অনুমোদিত বিসিসিআই সংবিধান অনুযায়ী, বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্যদের বয়সসীমা হল ৭০ বছর। কিন্তু নতুন ক্রীড়া বিল অনুসারে, সেই বয়সসীমাকে বাড়িয়ে ৭৫ বছর করা হয়েছে। আর তার ফলে, বিনি আরও একটি মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বলে সূত্রের খবর। 

তবে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় এই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ক্রীড়া সংস্থাগুলির সম্মতি পেলেই রজার বিনি সেই দায়িত্বে আসতে পারেন। 

অন্যদিকে, সংসদে পাশ হওয়া নতুন ক্রীড়া বিলটি খতিয়ে দেখছে বিসিসিআই। কারণ, সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য না নেওয়ার ফলে, তথ্য অধিকার আইনের আওতায় পড়বে না বিসিসিআই। এমনটাই জানিয়েছেন কর্তারা। সেইসঙ্গে, ক্রীড়া বিলের অন্যান্য গুরুত্বপূর্ণ ধারাগুলিও বিসিসিআই-এর আইনজীবীরা পরীক্ষা করে দেখছেন বলে জানা গেছে। 

আগামী ২০২৮ সালের অলিম্পিকের কথা মাথায় রেখে, ক্রীড়া বিলটি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিসিআই অফিশিয়ালরা। এদিকে গত ২০২৩-২৪ অর্থবর্ষে বিসিসিআই-এর মোট আয় কার্যত, রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিসিসিআই মোট ৯৭৪১.৭ কোটি টাকা আয় করেছে। মোট আয়ের অর্ধেকেরও বেশি অর্থাৎ, ৫৯% এসেছে আইপিএল থেকে। 

আর সেই আইপিএল থেকে মোট আয়ের পরিমাণ হল, ৫৭৬১ কোটি টাকা। এছাড়া আইপিএল বহির্ভূত আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার স্বত্ব বিক্রি করে আরও ৩৬১ কোটি টাকা আয় করেছে বিসিসিআই। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম