
Shubman Gill ICC Test Rankings: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম ১০ জনের মধ্যে জায়গা করে নিলেন ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) চলতি টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচে চার ইনিংসের মধ্যে তিন ইনিংসেই ১০০-এর বেশি রান করেছেন শুবমান। এজবাস্টনে (Edgbaston) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেন ভারতের অধিনায়ক। এর আগে হেডিংলিতে (Headingley) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১৪৭ রান করেন শুবমান। চার ইনিংস মিলিয়ে তাঁর মোট রান ৫৮৫। এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই ১৫ ধাপ উন্নতি করে ৬ নম্বরে উঠে এসেছেন শুবমান। তিনি লর্ডসে (Lord's) সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি।
এজবাস্টনে অনন্য নজির গড়েছেন শুবমান। তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে কোনও ম্যাচের প্রথম ইনিংসে দ্বিশতরান করার পর দ্বিতীয় ইনিংসে ১৫০-এর বেশি রান করেছেন। ভারতীয় দল দুই ইনিংস মিলিয়ে ১,০১৪ রান করেন। ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছেন শুবমানরা। লর্ডসে জয় পেলে সিরিজে এগিয়ে যাবে ভারতীয় দল। সেই লক্ষ্যেই খেলতে নামছেন শুবমানরা।
এর আগে টেস্ট ক্রিকেটে শুবমানের সেরা র্যাঙ্কিং ছিল ১৪। এবার তিনি ৬ নম্বরে উঠে এলেন। অনেক উন্নতি করলেন এই ব্যাটার। তিনি কেরিয়ারের সেরা রেটিং পয়েন্ট ৮০৭ অর্জন করেছেন। এর আগে তাঁর সেরা রেটিং পয়েন্ট ছিল ১০৬। ভারতের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন শুবমান। তিনি চলতি অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে (Anderson-Tendulkar Trophy) সবচেয়ে বেশি রান করবেন বলে আশা করছে ভারতীয় শিবির। এবারের ইংল্যান্ড সফরের আগে বিদেশের মাটিতে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। পারফরম্যান্সের মাধ্যমে সেই সমালোচনার জবাব দিয়েছেন ভারতের অধিনায়ক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।