মন খারাপ অনুরাগীদের, ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর এই তারকাদের

Published : Sep 16, 2024, 06:26 PM ISTUpdated : Sep 16, 2024, 06:30 PM IST

এবারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা। এছাড়াও, দীনেশ কার্তিক এবং কেদার যাদব ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। জেমস অ্যান্ডারসনও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

PREV
112
ভারতীয় দলকে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পরেই অবসর নিয়েছেন রোহিত শর্মা

এবারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরেই অবসর ঘোষণা করেছেন অধিনায়ক রোহিত শর্মা।

212
তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ক্রিকেট বিশ্বকাপ জেতার নজির গড়েছেন রোহিত শর্মা

কপিল দেব নিখাঞ্জ ও মহেন্দ্র সিং ধোনির পর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন রোহিত শর্মা। এরপরেই তিনি টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন।

312
টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করেন রোহিত শর্মা

আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার সময় সবচেয়ে বেশি রান করা ব্যাটার ছিলেন রোহিত শর্মা। তিনি ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সর্বাধিক রান করেন।

412
রোহিত শর্মার মতোই টি-২০ বিশ্বকাপ জেতার পরেই এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি

টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন বিরাট কোহলি। এরপরেই তিনি আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেন।

512
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি

টি-২০ বিশ্বকাপে ২ বার সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। তিনি আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন।

612
রোহিত শর্মা, বিরাট কোহলির পর আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন রবীন্দ্র জাডেজাও

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন রবীন্দ্র জাডেজা। তবে টেস্ট, ওডিআই ফর্ম্যাটে খেলবেন এই অলরাউন্ডার।

712
ভারতীয় দলের হয়ে ক্রিকেটের সব ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স রবীন্দ্র জাডেজার

২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতীয় দলের হয়ে ৭৪টি টি-২০ ম্যাচ খেলেছেন রবীন্দ্র জাডেজা। ৫১৫ রান করার পাশাপাশি ৫৪ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

812
এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ না পেয়ে অবসর ঘোষণা করেছেন দীনেশ কার্তিক

এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখানোর পরেও টি-২০ বিশ্বকাপে খেলার সুযোগ না পেয়ে ক্রিকেটের সব ফর্ম্যাট থেকেই অবসর ঘোষণা করে দিয়েছেন দীনেশ কার্তিক।

912
এ বছরের জুনে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন কেদার যাদব

দীনেশ কার্তিকের মতোই এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল সুযোগ পাননি কেদার যাদব। এই ব্যাটারও সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।

1012
টি-২০, ওডিআই থেকে আগেই সরে গিয়েছিলেন, এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিলেন জেমস অ্যান্ডারসন

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা পেসার জেমস অ্যান্ডারসন এ বছরের জুলাইয়ে ইংল্যান্ডের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলে অবসর নিলেন।

1112
৭ বছর ধরে শুধু টেস্ট ম্যাচ খেলার পর অবসর নিলেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন

২০০৯ সালে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেন জেমস অ্যান্ডারসন। তিনি ২০১৫ সালে ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নেন। এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিলেন এই পেসার।

1212
টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন

টেস্ট ক্রিকেটে ৭০৪ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। তিনিই পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। বোলারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন।।

Read more Photos on
click me!

Recommended Stories