India vs South Africa 2nd ODI: প্রত্যাবর্তন বৃথা যাবেনা? দুরন্ত সেঞ্চুরি করে ২০২৭ বিশ্বকাপের দাবিদার রুতুরাজ?

Published : Dec 04, 2025, 10:23 AM IST
India vs South Africa 2nd ODI: প্রত্যাবর্তন বৃথা যাবেনা? দুরন্ত সেঞ্চুরি করে ২০২৭ বিশ্বকাপের দাবিদার রুতুরাজ?

সংক্ষিপ্ত

Ruturaj Gaikwad: রায়পুরে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে নিজের প্রথম সেঞ্চুরি করে ভারতীয় দলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন রুতুরাজ।

Ruturaj Gaikwad: ভারতীয় দলে প্রত্যাবর্তন যে বৃথা যায়নি, রায়পুরে রুতুরাজ গায়কোয়াড়ের দুর্দান্ত সেঞ্চুরিই যেন তার প্রমাণ (india vs south africa 2nd odi)। আসন্ন ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে, মিডল অর্ডারে গায়কোয়াড় যে নিজের জায়গা ধরে রাখতে চাইবেন, তা পুরোপুরিভাবে নিশ্চিত (ind vs sa odi)। 

দ্বিতীয় ম্যাচে, নিজেকে প্রমাণ করতে পারলেন তিনি

রায়পুরে চার নম্বরে ব্যাট করতে নামার সময়, নিঃসন্দেহে কিছু প্রমাণ করতে চেয়েছিলেন গায়কোয়াড় নিজেও। প্রথম ম্যাচে তাড়াতাড়ি আউট হওয়ার সমালোচনা, পরিবর্ত হিসেবে দলে আসার চাপ এবং সুযোগের অপেক্ষায় থাকা অন্যান্য তরুণ ক্রিকেটারদের ভিড়ে সবসময় সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু দ্বিতীয় ম্যাচে, নিজেকে প্রমাণ করতে পারলেন তিনি। 

কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে, নিজের প্রথম সেঞ্চুরি করে গায়কোয়াড় বুঝিয়ে দিলেন যে, তিনিও তৈরি আছেন। ৮৩ বলে ১০৫ রান করে কার্যত, চমকে দিলেন সবাইকে। ১২টি চার এবং দুটি ছক্কার সাহায্যে শতরান হাঁকালেন এই তরুণ ব্যাটার। 

কোহলির সঙ্গে স্ট্রাইক রোটেট করে খেলে তিনি প্রমাণ করলেন যে, তিনি একজন পারফেক্ট ক্রাইসিস ম্যানেজার। গায়কোয়াড় নিজেও জানিয়েছেন, কোহলির সঙ্গে ব্যাট করাটা তিনি খুব ভালোভাবে উপভোগ করেছেন। রায়পুরের আগে সাত ম্যাচে গায়কোয়াড়ের সংগ্রহ ছিল মাত্র ১২৩ রান এবং স্ট্রাইক রেট ছিল ৭১.৯২। 

এদিকে দলে চার নম্বরের স্থায়ী মুখ শ্রেয়স আইয়ারের সঙ্গে প্রতিযোগিতায় নেমে দলে স্থান পাওয়া মোটেও সহজ বিষয় ছিল না রুতুরাজের জন্য। আর সেখানেই রায়পুরের এই সেঞ্চুরি গায়কোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠল। গত ২০২১ সালে, টি-টোয়েন্টি এবং ২০২২ সালে, ওয়ানডেতে অভিষেক হওয়া এই খেলোয়াড় এখনও পর্যন্ত মাত্র ৩১ বার ভারতের জার্সি পরেছেন। 

ঐতিহাসিক জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন

আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক গায়কোয়াড়ের দ্বিতীয় ইনিংসের সূচনা এই রায়পুর সেঞ্চুরি থেকেই হবে বলে আশা করা যায়।

গায়কোয়াড় সেঞ্চুরি করলেও দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা চার উইকেটে জয় ছিনিয়ে নেয়। রায়পুরে ৩৫৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪৯.২ ওভারে, মাত্র ৬ উইকেট হারিয়েই তারা সেই রান টপকে যায়। 

১১০ রান করে এইডেন মার্করাম দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ম্যাথিউ ব্রিটজকে (৬৪ বলে ৬৮) এবং ডেওয়াল্ড ব্রেভিস (৩৪ বলে ৫৪)ও দুর্দান্ত পারফর্ম করেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: এবার পাকাপাকিভাবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক? মুখ খুললেন রিয়ান পরাগ
India vs South Africa 3rd ODI: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ একদিনের ম্যাচ শনিবার, হারলেই সিরিজ হাতছাড়া ভারতের