SA vs AUS WTC Final: স্বপ্ন ছুঁলেন বাভুমা, ক্লাসিক্যাল ক্রিকেটের নয়া বাদশা এইডেন মার্করাম? দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে নয়া দিগন্ত

Published : Jun 14, 2025, 11:30 PM IST
sa vs aus wtc final live

সংক্ষিপ্ত

SA vs AUS WTC Final: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। 

SA vs AUS WTC Final: দীর্ঘ ২৭ বছর পর কোনও আইসিসি ট্রফি জয়। যেন এক লম্বা প্রতীক্ষার অবসান। এতগুলো বছরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে কত তারকা এসেছেন এবং গেছেন। একাধিকবার ফাইনালে উঠে, তীরে এসে তরী ডুবেছে। প্রোটিয়াদের নামের সঙ্গেই যেন জুড়ে গেছিল ‘চোকার্স’ তকমা। অবশেষে ঘুচে গেল সেই বিশেষণ (aus vs sa wtc final highlights)। 

ইংল্যান্ডের মাটিতে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল (australia-south africa)। আর এই জয়ের পিছনে যে দুজনের অবদান অনস্বীকার্য, তারা হলেন এইডেন মার্করাম (Aiden Markram) এবং অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। 

লর্ডস ব্যালকনির সেই ছবিটা যেন বারবার ভেসে উঠছে

ঠিক টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগে দুই দলের অধিনায়কের একসঙ্গে ছবি। লর্ডসের বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন, একদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ক্যাপ্টেন টেম্বা বাভুমা।

নির্লিপ্ত মুখে দাঁড়িয়ে বাভুমা। যেন মেঘলা আকাশে প্রবল কোনও ঝড়ের পূর্বাভাস। আর জয়ের পরেও যেন অনেকটা সেইরকমই থাকলেন তিনি। মুখ ঢেকে লর্ডসের বারান্দায় বসে রইলেন কিছুক্ষণ। তারপর এক সাপোর্ট স্টাফ এসে তাঁর কাঁধে হাত রাখলেন। 

সত্যিই তো, এ যেন স্বপ্ন ছোঁয়ার মুহূর্ত। হয়ত বিশ্ব ক্রিকেটে তাঁকে কেউ ফ্যাক্টরই মনে করত না এতদিন। তাঁকে নিয়ে ক্রিকেট দুনিয়াতে আলোচনাও কম। কিন্তু সেই বাভুমাই জবাব দিলেন। প্রমাণ করলেন নিজেকে এবং বুঝিয়ে দিলেন, স্বপ্ন দেখার অধিকার সবার রয়েছে। জয় ছিনিয়ে নিতে দরকার শুধু পরিশ্রম এবং প্রচেষ্টা। 

আসলে তিনি যে নেলসন ম্যান্ডেলার দেশের লোক। লড়াই তাঁর রক্তে। অপেক্ষা এবং উপেক্ষার জবাব দিয়েই এক শ্বেতাঙ্গ ক্যাপ্টেনের হাতে উঠল ট্রফি। ২২ গজে খেললেন একাধিক অভাবনীয় ক্রিকেট শট। কখনও কভার ড্রাইভ, তো কখনও আবার ডিফেন্স করে ভরসা জুগিয়ে গেলেন অপরদিকে থাকা সতীর্থকে। এমনকি, পায়ে চোট নিয়েও লড়াই থামালেন না। 

প্রথম ইনিংসে বাভুমা করেন ৩৬ রান। কিন্তু টানটান উত্তেজনার দ্বিতীয় ইনিংসে ক্রিজ আঁকড়ে পড়ে থেকে করলেন গুরুত্বপূর্ণ ৬৬ রান। সবথেকে বড় বিষয়, তিনি যে জায়গায় ব্যাট করতে নামলেন, সেই জায়গায় একজন নির্ভরযোগ্য ব্যাটারেরই দরকার ছিল। আর সেখানেই বাজিমাত করলেন অধিনায়ক নিজে। ধরে খেললেন, দলের স্বার্থে। এখনও পর্যন্ত, মোট ৬৪টি টেস্ট খেলে ৩৭০৮ রান রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর মধ্যে সর্বাধিক ১৭২ রান এবং ব্যাটিং গড় ৩৮.২২। স্ট্রাইক রেট ৪৯.১৫। সেই টেম্বা বাভুমার অধিনায়কত্বেই প্রথমবারের জন্য কোনও আইসিসি ট্রফি জিতল দক্ষিণ আফ্রিকা। 

এবার আসা যাক আরেক তারকার কথায়

এইডেন মার্করাম। যেন তিনি সত্যিই ‘মার্ক’ বা ছাপ রেখে গেলেন। ব্যাটিং-এর শুরু থেকেই মার্করাম ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। এত বছরের খরা কাটাবেনই তিনি। আর করেও দেখালেন তাই। ২২ গজে ক্লাসিক্যাল ক্রিকেটে জয় ছিনিয়ে নেওয়ার মানসিকতা কত দৃঢ় হতে পারে, তার আধুনিক উদাহরণ হলেন তিনি। পড়ে থাকলেন এবং জয় করলেন। ঐতিহাসিক লর্ডসে, এইডেন মার্করামের এই অবিস্মরণীয় ইনিংস যেন সেরা উপহার হয়ে থাকল গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে। ১৩৬ রানের অসাধারণ ইনিংস এবং যার মধ্যে রয়েছে ১৪টি চার। স্ট্রাইক রেট ৬৫.৭০। 

২২ গজে যেন উপাখ্যান লিখলেন এই তরুণ ব্যাটার। ফরোয়ার্ড ডিফেন্স থেকে স্ট্রেট ড্রাইভ, সবক্ষেত্রেই পারদর্শিতা দেখালেন মার্করাম। যখন ট্র্যাভিস হেড শরীর ছুঁড়ে তাঁর ক্যাচটি ধরলেন, ততক্ষণে আসল কাজটি করে দিয়েছেন এই প্রোটিয়া ক্রিকেটারটি। ধীরে ধীরে হাঁটা লাগালেন প্যাভিলিয়নের পথে। গোটা স্টেডিয়াম হাততালি দিয়ে বাহবা দিচ্ছে তাঁকে। এমনকি, স্পোর্টসম্যান স্পিরিটের নিদর্শন রেখে অজি ক্রিকেটাররাও কেউ কেউ পিঠ চাপড়ে দিলেন তাঁর। একবার ব্যাটটিকে তুলে সোজা প্যাভিলিয়নে ঢুকে গেলেন মার্করাম। আর গোটা ড্রেসিংরুম তখন দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানাচ্ছে। অধিনায়ক বাভুমা নিজেও হাততালি দিয়ে চলেছেন। 

২২ গজে স্বপ্নের জয়

শেষপর্যন্ত, ৫ উইকেট হারিয়ে ২৮২ রান তুলে ফেলে প্রোটিয়ারা। সেইসঙ্গে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় দক্ষিণ আফ্রিকার। এদিন জয়ের পর দেখা যায়, টেম্বা বাভুমা তাঁর ছেলের মাথায় পরিয়ে দিচ্ছেন সেই ব্যাগি গ্রিন ক্যাপ। আসলে ২২ গজ, টেস্ট ম্যাচ এবং ব্যাগি ক্যাপের একটা আলাদা ঐতিহ্য রয়েছে। সেটা যেন বারবার বুঝিয়ে দিলেন তিনি এবং এই জয় আগামীতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের নয়া দিগন্ত উন্মোচন করল বলেই মত বিশেষজ্ঞদের। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড