Sachin-Rohit: কেকেআর-এর বিরুদ্ধে জয়ের পর সোজা ড্রেসিংরুমে সচিন, জড়িয়ে ধরলেন রোহিতকে! কী বার্তা দিলেন?

সংক্ষিপ্ত

Sachin-Rohit: এ যেন স্নেহের স্পর্শ। সঙ্গে পাশে থাকার আশ্বাসবাণী।

Sachin-Rohit: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে জয়ের পর মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ড্রেসিংরুমের একটি বিশেষ মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়াতে কার্যত ভাইরাল। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) আলিঙ্গন করছেন সেই দলেরই আরেক প্রাক্তন অধিনায়ক সচিন তেণ্ডুলকর (Sachin Tendulkar)।

 

Latest Videos

 

ভারতের হয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেও তাঁর টেস্ট ভবিষ্যৎ রীতিমতো অনিশ্চিত। আবার আইপিএলেও তিনি যথেষ্ট বাজে ফর্মে রয়েছেন। সঙ্গে সমালোচনা তো আছেই। কেউ কেউ আবার তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছেন।

 

 

পরিসংখ্যান বলছে, প্রথম দুটি ম্যাচে মাত্র ৮টি বল খেলেছেন রোহিত শর্মা। আর দুই ম্যাচ মিলিয়ে তাঁর সংগ্রহে মোট ৮ রান। এমনকি, গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধেও খুব একটা নজর কাড়তে পারেননি তিনি। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল, রোহিতের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে, তিনি আদতে খেলার মধ্যে নেই।

যেটুকু সময় ফিল্ডিং করছেন, কেম একটা খাপছাড়া মনে হচ্ছে। রোহিত যে মানসিকভাবে পুরোপুরি খেলায় মনোনিবেশ করতে পারছেন না, সেটা খানিকটা স্পষ্ট।

এমতাবস্থায় কেকেআর ম্যাচের পর, রোহিতের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় সচিন তেণ্ডুলকরকে। আর তারপরই সোজা স্নেহের আলিঙ্গন। সচিন যেন তাঁকে বুঝিয়ে দিলেন, কঠিন সময় ঠিক একদিন কেটে যাবে। তিনি অন্তত তাঁর পাশে রয়েছেন, সেটাই বুঝিয়ে দিলেন।

যতই কঠিন সময় যাক, টিম ম্যানেজমেন্ট অবশ্যই পাশে থাকবে। আসলে গত ২০১৩ সালে, এই সচিনের হাত থেকেই মুম্বই দলের ব্যাটন হাতে তুলে নিয়েছিলেন রোহিত। তারপর থেকেই লাগাতার সাফল্য এসেছে। তবে গত কয়েকটি মরশুম খারাপ গেলেও হিটম্যানের উপর এখনও যে আস্থা রয়েছে মাস্টার ব্লাস্টারের, সেটাই পরিষ্কার বুঝিয়ে দিলেন।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘মমতার মধ্যে সততা থাকলে তিনি পদত্যাগ করতেন!’ মমতার বিরুদ্ধে আগুন ঝরালেন অধীর রঞ্জন চৌধুরী!
Suvendu Adhikari: নন্দীগ্রামে রামনবমী পালনে এসে জিহাদিদের হুঙ্কার শুভেন্দুর, দেখুন কী বলছেন