April Fools' day 2025: মঙ্গলবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে এপ্রিল ফুলস ডে। বিভিন্ন ব্যক্তি, সংগঠনের পক্ষ থেকে এই বিশেষ দিনে মজা, হাসিঠাট্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট দেখা যাচ্ছে।
Big Bash League: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা বিরাট কোহলি (Virat Kohli) কি অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগে (Big Bash League) খেলার সুযোগ পাবেন? বিসিসিআই (BCCI) কি নিয়ম বদল করে ভারতের পুরুষ ক্রিকেটারদের বিদেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলার অনুমতি দেবে? মঙ্গলবার হঠাৎই এই আলোচনা শুরু হয়। কারণ, বিগ ব্যাশ লিগের ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সার্সের (Sydney Sixers) পক্ষ থেকে 'এক্স' হ্যান্ডলে বিরাট কোহলির ছবি দিয়ে পোস্ট করা হয়, 'স্বাগত বিরাট কোহলি। কিং কোহলি। পরবর্তী দুই মরসুমের জন্য সরকারিভাবে বিরাট কোহলি একজন সিক্সার।' এই পোস্ট ঘিরে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে যায়। বিরাট এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers) হয়ে আইপিএল-এ (IPL 2025) খেলতে ব্যস্ত। তিনি বিগ ব্যাশ লিগে খেললে এই টি-২০ লিগের আকর্ষণ অনেক বেড়ে যাবে বলে আলোচনা শুরু হয়ে যায়। কয়েক ঘণ্টা পর অবশ্য আসল ঘটনা জানা গেল।
নিছকই মজা করছিল সিডনি সিক্সার্স
সিডনি সিক্সার্সের পক্ষ থেকে 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়, 'এপ্রিল ফুলস'। এরপরেই বিরাটকে নিয়ে জল্পনা থেমে যায়। তিনি আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নেওয়ার পর বিগ ব্যাশ লিগ, এসএ২০ লিগের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগে খেলতে পারেন। তার আগে এই ধরনের টি-২০ লিগে খেলার অনুমতি পাবেন না ভারতের পুরুষ ক্রিকেটাররা। অবসর নেওয়ার পর বিরাটের মতো ক্রিকেটাররা বিদেশি লিগে খেলার মতো ফিট থাকবেন কি না বা খেলতে চাইবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।
ওডিআই বিশ্বকাপ জেতার লক্ষ্যে বিরাট
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিরাটের এক ভিডিও। সেই ভিডিওতে বিরাটকে বলতে শোনা যাচ্ছে, তিনি ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ জিততে চান। কেরিয়ারের শেষ দিকে পৌঁছে গিয়েছেন এই তারকা। তিনি সাফল্যের মধ্যে দিয়েই অবসর নিতে চান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।