Sachin Tendulkar: গেমিং অ্যাপের বিজ্ঞাপনে সারার নাম করে ভুয়ো ভিডিও, সরব সচিন

Published : Jan 15, 2024, 03:08 PM ISTUpdated : Jan 15, 2024, 03:37 PM IST
Sachin-Sara

সংক্ষিপ্ত

কৃত্রিম বুদ্ধিমত্তা ও নানা প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ভুয়ো ছবি, ভিডিও তৈরি করছে অনেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি, ভিডিও। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেন সচিন তেন্ডুলকর।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় সারা তেন্ডুলকরের ভুয়ো ছবি ভাইরাল হয়। এবার সারার নাম করে সচিনের ভুয়ো ভিডিও ভাইরাল। এই ভুয়ো ভিডিওর মাধ্যমে একটি গেমিং অ্যাপের প্রচার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে সরব হয়েছেন সচিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ভিডিও ভুয়ো। প্রযুক্তির অপব্যবহার রোখার জন্য সরব হওয়ার দাবিও জানিয়েছেন সচিন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই ভিডিও ভুয়ো। প্রযুক্তির যথেচ্ছ অপব্যবহার দেখে আমি অত্যন্ত উদ্বিগ্ন। এই ভিডিওর বিরুদ্ধে সবাইকে রিপোর্ট করার অনুরোধ জানাচ্ছি। এই বিজ্ঞাপন, অ্যাপের বিরুদ্ধে প্রচুর রিপোর্ট করুন সবাই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির সতর্ক থাকা উচিত। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত। ভুল তথ্য ছড়ানো এবং ডিপফেকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’

সচিনের ভুয়ো ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করেছেন সচিন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সচিন বলছেন, ‘আমার মেয়ে সারাক্ষণ এই গেমটা খেলছে। এই গেম নিয়ে সবাই আলোচনা করছে। স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট অ্যাপের মাধ্যমে আমার মেয়ে রোজ ১ লক্ষ ৮০ হাজার টাকা রোজগার করছে। আমি এটা ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এখন টাকা রোজগার কত সহজ হয়ে গিয়েছে। সবচেয়ে ভালো ব্যাপার হল, এই অ্যাপ বিনামূল্যে পাওয়া যায়। আইফোন থাকলেই বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করা যায়।’

 

 

সাইবার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি সচিনের

সোশ্যাল মিডিয়া পোস্টে তথ্য-প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, মহারাষ্ট্র সাইবার ক্রাইম বিভাগকে ট্যাগ করেছেন সচিন। তিনি সাইবার অপরাধ রোখার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন সচিন। তিনি চান, প্রযুক্তির অপব্যবহার বন্ধ করা হোক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Social Media Advisory: ডিপফেক উদ্বেগের মধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে পরামর্শ কেন্দ্রের

Deepfake Video: রশ্মিকা-আলিয়ার পর এবার রতন টাটা! AI ব্যবহার করে বানানো ডিপফেক ভিডিওতে বিরাট বড় ফাঁদ

Deepfake AI Technology: রশ্মিকার আপত্তিকর ভিডিওর পর আলোচনায় ডিপফেক এআই প্রযুক্তি, জানুন কী এটি

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?