সংক্ষিপ্ত
আলোচনা শুরু হয়েছে ডিপফেক টেকনোলজি সম্পর্কে। কারণ বিশেষজ্ঞদের মতে রশ্মিকার এই ভিডিওটি ডিফফের এআই টেকনোলজির মাধ্যমে বিকৃত করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রশ্মিকা মান্দনার একটি ভিডিও। যা নিয়ে রীতিমত সমালোচনা ঝড় উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর থেকে শুরু করে অমিতভাব বচ্চন সকলেই ভিডিওর তীব্র সমালোচনা করেছে। এরই পাশাপাশি আলোচনা শুরু হয়েছে ডিপফেক টেকনোলজি সম্পর্কে। কারণ বিশেষজ্ঞদের মতে রশ্মিকার এই ভিডিওটি ডিফফের এআই টেকনোলজির মাধ্যমে বিকৃত করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়েও সরব হয়েছেন নেটিজেনরা।
রশ্মিকা মন্দানার ভিডিও
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় রশ্মিকা। সম্প্রতি তাঁর একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে ডিপনেক-অপশোল্ডার টপ আর শট ড্রেসে দেখা যাচ্ছে। একটি লিফটে উঠছেন তিনি। রশ্মিকা সাধারণত এমন পোশাক পরের না। তাই ভিডিও ভাইরাল হতেই তাঁর অনুগামীরা দাবি করেন ভিডিওটি ভুয়ো। পরবর্তীকালে জানা যায় ভিডিওটি সত্যি ভুয়ো। এটি ভারতীয় ব্রিটিশ মহিলার ভিডিওকে বিকৃত করে তৈরি করা হয়েছে। ওই মহিলার সঙ্গে রশ্নিকার চেহারার কিছু সাদৃশ্য রয়েছে। আর মহিলার মুখের ওপর রশ্মিকার মুখ বসানো হয়েছে। ডিফফেক এআই টেকনোলজি দিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
ডিপফেক এআই টেকনোলজি
ডিপফেক এআই টেকনোলজির একটি ধরন। এটি ছবি, অডিও, ভিডিও তৈরিতে ব্যবহার করা হয়। ডিপফেক এআইকে আধুনিক ফটোশপিং বলা হয়ে। এক্সিসটিং সোর্সকে সরিয়ে বা সোয়াইপকরে নতুন কিছু বসিয়ে দেওয়া যায় নিখুঁতভাবে। এই প্রযুক্তি হল ডিপফেক এআই টেকনোলজি।
ডিপফেক তৈরির উপায়
২০১৭ সালে এই ধরনের ভিডিও সম্পর্কে জানা গিয়েছিল। জনৈত্য এক ইউজার হলিউডের তিন জনপ্রিয় অভিনেত্রীর ছবিতে এআই প্রযুক্তি ব্যবহার করেছিলেন। গ্যাল গ্যাডট, টেয়লর সুইফট এবং স্কারলেট জনসনের মুখ ব্যবহার করে নিষিদ্ধ ভিডিও তৈরি করেছিলেন। ডিপ লার্নিং অ্যালগোরিদমস ব্যবহার করা মেশিনের মাধ্যমে এই প্রযুক্তি ব্যবহার করাযায়। এনকোডারের মতো অ্যালগোরিদনের সাহায্যে ইন্টারনেট থেকে প্রচুর মানুষের মুখের ছবি স্ক্যান করাযায়। সাধারণত এই ধরনের স্ক্যানিংয়ের সময় মুখের বিভিন্ন ফিচার্স ম্যাচ করেও দেখতে পারে এইআই।
ডিপফেক ফেক প্রোফাইলও তৈরি করে। এরআগে লিঙ্কডিনে ব কেটি জোনস নামে একজন সাংবাদিকের ভুয়ো প্রোফাইলও তৈরি করা হয়েছিল এই প্রযুক্তি দিয়ে।
আরও পড়ুনঃ
Viral Video: ইউরোপের আকাশজুড়ে আলোর খেলা, দেখুন অরোরার মন-ভোলান ভিডিও ও ছবিগুলি
বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিষিদ্ধ করার হুঁশিয়ারি খালিস্তানি নেতা পান্নুনের