পাত্রী ব্যবসায়ী পরিবারের কন্যা, সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনের বাগদান

Published : Aug 14, 2025, 02:51 AM IST
Sachin Tendulkar, Arjun Tendulkar, Team India, Mumbai Indians, IPL 2022

সংক্ষিপ্ত

Arjun Tendulkar: ক্রিকেট কেরিয়ারে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্য পাননি কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন তেন্ডুলকর। তবে তিনি ব্যক্তিগত জীবনে সুখী। এবার বিয়ে করতে চলেছেন অর্জুন।

DID YOU KNOW ?
একই দলে বাবা-ছেলে
মুম্বই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকরও এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন।

Arjun Tendulkar-Saaniya Chandhok: বাগদান সেরে নিলেন ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। মুম্বইয়ের (Mumbai) বিখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের (Ravi Ghai) নাতনি সানিয়া চ্যান্দকের (Saaniya Chandhok) সঙ্গে অর্জুনের বাগদান হয়ে গেল। যদিও তেন্ডুলকর বা ঘাই পরিবারের পক্ষ থেকে বাগদানের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সচিনের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুরা ছিলেন। অল্প কয়েকজনই নিমন্ত্রিত ছিলেন। তবে বাগদান হলেও, কবে অর্জুনের সঙ্গে সানিয়ার বিয়ে হতে চলেছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সচিনের ছেলের বাগদান হয়ে গেলেও, তাঁর মেয়ে সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) বাগদান বা বিয়ের বিষয়ে কিছু জানা যায়নি।

ধনী পরিবারের সন্তান অর্জুনের হবু স্ত্রী

মুম্বইয়ের ঘাই পরিবার হোটেল ও জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ডের মালিক। সানিয়াও পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন। রঞ্জি ট্রফি (Ranji Trophy), আইপিএল-এ (IPL 2025) খেলার সুবাদে অর্জুনও ভালো টাকাই রোজগার করেন। সচিন এখনও বিভিন্ন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে বিপুল অর্থ রোজগার করেন। ফলে অর্জুন উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পত্তির কর্ণধার। এই কারণেই তাঁর সঙ্গে ব্যবসায়ী পরিবারের মেয়ের বাগদান হল।

ক্রিকেট কেরিয়ারে উন্নতির লক্ষ্যে অর্জুন

২৫ বছর বয়সি বাঁ হাতি পেসার ও ব্যাটার অর্জুন ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মরসুম ধরে গোয়ার (Goa) হয়ে খেলছেন। তিনি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে খেলেছেন। তবে আইপিএল-এ বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি অর্জুন। তিনি খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারেননি এই অলরাউন্ডার। তবে তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। আরও ভালো পারফরম্যান্স দেখিয়ে আইপিএল-এ নিয়মিত খেলার সুযোগ পাওয়ার চেষ্টা করছেন। বাগদানের পর অর্জুনের দায়িত্ব বেড়ে যাচ্ছে। এই কারণে তিনি কেরিয়ারে মন দিতে চাইছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৬
আগামী মাসে ২৬ বছর পূর্ণ করতে চলেছেন অর্জুন তেন্ডুলকর
সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর ১৯৯৯ সালের ২৪ সেপ্টেম্বর মুম্বইয়ে জন্মগ্রহণ করেন। তিনি বাঁ হাতি পেসার।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম