কর্ণাটক প্রিমিয়ার লিগে মাইসুরু ওয়ারিয়র্সের হয়ে খেলবেন, পেশাদার ক্রিকেটার হচ্ছেন রাহুল দ্রাবিড়ের ছেলে

Published : Jul 26, 2024, 06:13 PM ISTUpdated : Jul 26, 2024, 07:53 PM IST
rahul and samit dravid

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়ও এবার পেশাদার ক্রিকেটার হয়ে উঠছেন। নজর কেড়ে নিচ্ছেন এই কিশোর ব্যাটার।

এবারের কর্ণাটক প্রিমিয়ার লিগে মাইসুরু ওয়ারিয়র্সের হয়ে খেলবেন রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়। ১৮ বছর বয়সি এই অলরাউন্ডারের সঙ্গে ৫০,০০০ টাকার চুক্তি হয়েছে মাইসুরু ওয়ারিয়র্সের। বৃহস্পতিবার মহারাজা ট্রফি কেএসসিএ টি-২০ প্লেয়ার অকশনে সমিতের সঙ্গে চুক্তি করেছে গত মরসুমে কর্ণাটক প্রিমিয়ার লিগে রানার্স হওয়া মাইসুরু ওয়ারিয়র্স। মিডল অর্ডারে ব্যাটিং করার পাশাপাশি মিডিয়াম পেস বোলিংও করেন সমিত। তিনি ২০২৩-২৪ মরসুমে কোচবিহার ট্রফি জেতা কর্ণাটক অনূর্ধ্ব-১৯ দলের অন্যতম সদস্য ছিলেন। কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা একাদশের হয়ে আলুরে ল্যাঙ্কাশায়ার দলের বিরুদ্ধে ৩ দিনের ম্যাচেও খেলেন সমিত। তিনি বাবার মতোই বড় ক্রিকেটার হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন। এই কিশোর কর্ণাটক প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশা করছে মাইসুরু ওয়ারিয়র্স ম্যানেজমেন্ট।

অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে খেলবেন সমিত

মাইসুরু ওয়ারিয়র্সে করুণ নায়ারের নেতৃত্বে খেলার সুযোগ পাচ্ছেন সমিত। করুণকে অধিনায়ক হিসেবে ধরে রেখেছে এই ফ্র্যাঞ্চাইজি। অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম ও জগদীশা সুচিৎকেও দলে নিয়েছে মাইসুরু ওয়ারিয়র্স। গৌতমের দর ৭.৪ লক্ষ টাকা এবং সুচিতের দর ৪.৮ লক্ষ টাকা। পেসার প্রসিদ্ধ কৃষ্ণকেও দলে নিয়েছে মাইসুরু ওয়ারিয়র্স। কিছুদিন আগে এই পেসারের অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন ফিট হয়ে ওঠার পথে। কর্ণাটক প্রিমিয়ার লিগে কৃষ্ণর দর ১ লক্ষ টাকা।

সবচেয়ে দামী ক্রিকেটার চেতন

কর্ণাটক প্রিমিয়ার লিগের নিলামে সবচেয়ে বেশি দর পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার এল আর চেতন। তিনি গত মরসুমে গুলবর্গা মিস্টিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন। এবার ৮.২ লক্ষ টাকার বিনিময়ে বেঙ্গালুরু ব্লাস্টার্স ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন চেতন। এই ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়ক হিসেবে আছেন ময়ঙ্ক আগরওয়াল। ৭.৬ লক্ষ টাকার বিনিময়ে ম্যাঙ্গালুরু ড্রাগনসে যোগ দিয়েছেন লেগস্পিনার শ্রেয়াস গোপাল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফুৎকারে উড়ে গেল বাংলাদেশ, ১০ উইকেটে জিতে মহিলাদের এশিয়া কাপ ফাইনালে ভারত

Mohammed Shami: আত্মহত্যার চেষ্টা করেছিলেন শামি, বিস্ফোরক তথ্য ফাঁস ঘনিষ্ঠ বন্ধুর

ICC Men's T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে দুর্নীতি? খতিয়ে দেখতে কমিটি গঠন আইসিসি-র

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে