ফুৎকারে উড়ে গেল বাংলাদেশ, ১০ উইকেটে জিতে মহিলাদের এশিয়া কাপ ফাইনালে ভারত

পুরুষদের মতোই মহিলাদের এশিয়া কাপেও সফলতম দল ভারত। এবারের এশিয়া কাপেও চ্যাম্পিয়ন হওয়া থেকে মাত্র এক ধাপ দূরে স্মৃতি মন্ধানারা।

বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে নবমবার এশিয়া কাপ ফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা দল। এবার মহিলাদের নবম এশিয়া কাপ হচ্ছে। ভারতীয় দল ৯ বারই ফাইনাল খেলছে। শুক্রবার সেমি-ফাইনালে ভারতের সামনে কোনও প্রতিরোধই গড়তে পারল না বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করেই থেমে যায় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা ও লোয়ার-অর্ডারে ব্যাটিং করতে নামা স্বর্ণা আখতার ছাড়া অন্য কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান রেণুকা ঠাকুর সিং ও রাধা যাদব। তাঁরা ৩ উইকেট করে নেন। সামান্য টার্গেট তাড়া করতে নেমে ১১ ওভারেই বিনা উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। অপরাজিত অর্ধশতরান করেন স্মৃতি মন্ধানা।

অনায়াস জয় ভারতের

Latest Videos

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৪৪ রানে ৬ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। এরপর কিছুটা লড়াই করেন সুলতানা ও স্বর্ণা। ৫১ বলে ৩২ রান করেন বাংলাদেশের অধিনায়ক। ১৮ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা। ৪ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ১০ রান দিয়ে ৩ উইকেট নেন রেণুকা। ৪ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন রাধা। ৪ ওভার বোলিং করে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন পূজা বস্ত্রকর। ৪ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন দীপ্তি শর্মা। ৩৯ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন স্মৃতি। ২৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন শেফালি ভার্মা।

ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই?

মহিলাদের এশিয়া কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে আয়োজক দেশ শ্রীলঙ্কা। পাকিস্তান যদি এই ম্যাচে জয় পায়, তাহলে ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mohammed Shami: আত্মহত্যার চেষ্টা করেছিলেন শামি, বিস্ফোরক তথ্য ফাঁস ঘনিষ্ঠ বন্ধুর

ICC Men's T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে দুর্নীতি? খতিয়ে দেখতে কমিটি গঠন আইসিসি-র

Gautam Gambhir: বিরাট কোহলির সঙ্গে সমস্যা হবে? কী জবাব গৌতম গম্ভীরের?

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today