দলে সুযোগ পাবেন বলে আগেই জানানো হয়েছিল, জানালেন সঞ্জু।
বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করার পর গত দিনই সঞ্জু স্যামসন কেরালায় ফিরেছেন। রঞ্জি ট্রফি খেলার জন্য কেরালার ক্যাম্পে সঞ্জু উপস্থিত ছিলেন। কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচের জন্য কেরালার দলেও সঞ্জু সুযোগ পেয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসটি সঞ্জুকে প্রচুর আত্মবিশ্বাস যুগিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে এই পারফরম্যান্সের আগের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন সঞ্জু।
দলে সুযোগ পাবেন বলে আগেই জানানো হয়েছিল, জানালেন সঞ্জু। তাঁর কথায়... ''সিরিজের তিন সপ্তাহ আগেই আমাকে দলে সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছিল। তিনটি টি২০ ম্যাচেই ওপেনার হিসেবে খেলব বলে আমি নিশ্চিত ছিলাম। প্রস্তুত থাকতেও বলা হয়েছিল। তাই আমি ভালো প্রস্তুতি নিয়েছিলাম। শ্রীলঙ্কা সফরের পর এক মাসের বিরতি পেয়েছিলাম। এই সময়টা পরিবারের সাথে কাটাতে পেরেছি। এর মধ্যেই দলীপ ট্রফিতে খেলার সুযোগ পেয়েছিলাম। সেখানে ভালো খেলতে পেরেছিলাম। সেই সেঞ্চুরি আমার আত্মবিশ্বাস বাড়িয়েছিল। তবে সাদা বল এবং লাল বলে অনেক পার্থক্য আছে। দলীপ ট্রফির পরেই রাজস্থান রয়্যালসের ক্যাম্পে যোগ দিয়েছিলাম। সেখানে চার দিন রাহুল দ্রাবিড়ের অধীনে অনুশীলন করেছি।'' এই সবই সিরিজে আমার কাজে লেগেছে বলে জানালেন সঞ্জু।
ব্যাটিং পজিশন নিয়েও কথা বলেছেন সঞ্জু। ''আমি এখনই বলতে পারছি না যে ওপেনার হিসেবেই খেলব। এক থেকে ছয় নম্বর পর্যন্ত যেকোনো পজিশনে খেলার আত্মবিশ্বাস আমার আছে। আমি কোথায় খেলব সেটা নিয়ে এখনও আলোচনা চলছে। লাল বলে খেলার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট ওভারের ক্রিকেট ছাড়াও টেস্ট ক্রিকেট খেলতে চাই আমি। সেই ধরনের পারফরম্যান্স করতে হবে। অবশ্যই সুযোগ আসবে বলে আমি মনে করি।'' সংবাদ সম্মেলনে জানালেন সঞ্জু।
বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর সবচেয়ে বেশি আনন্দ হয়েছিল যখন সূর্যকুমার আমাকে অভিনন্দন জানাতে হেলমেট খুলে দৌড়ে এসেছিলেন। সেঞ্চুরি করার পর কী করব ভাবছিলাম, তখনই সূর্য হেলমেট খুলে সেঞ্চুরি উদযাপন করতে আমার কাছে এসেছিলেন। একজন অধিনায়কের কাছ থেকে এত বড় সমর্থন পাওয়া একজন খেলোয়াড়ের জন্য সৌভাগ্য বলেও কচিতে সংবাদ সম্মেলনে জানালেন সঞ্জু।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।