সিনিয়র পর্যায়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল। কিন্তু গ্রুপ থেকেই বিদায় নিতে হল হরমনপ্রীত কউরদের।
গ্রুপ এ-র শেষ ম্যাচে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। এই গ্রুপের শীর্ষে থেকে আগেই সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। রবিবার অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পর সোমবার নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়েছিল ভারতীয় শিবির। কিন্তু এই ম্যাচে নিউজিল্যান্ড জিতে যাওয়ায় গ্রুপ থেকেই ছিটকে গেল ভারতীয় দল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত। এরপর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যান হরমনপ্রীত কউররা। এর ফলেই ভারতীয় দলের পক্ষে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করা সম্ভব হল না। গত ৮ বছরে প্রথমবার আইসিসি টুর্নামেন্টে গ্রুপ থেকেই বিদায় নিল ভারতের মহিলা দল।
লো-স্কোরিং ম্যাচে নিউজিল্যান্ডের বাজিমাত
সোমবার টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১১০ রান করে নিউজিল্যান্ড। ওপেনার সুজি বেটস করেন ২৮ রান। অপর ওপেনার জর্জিয়া প্লাইমার করেন ১৭ রান। ব্রুক হ্যালিডে করেন ২২ রান। ওপেনার সোফি ডিভাইন করেন ২২ রান। পাকিস্তানের হয়ে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন নাশরা সান্ধু। ১ উইকেট করে নেন সাদিয়া ইকবাল, নিদা দার, ওমেইমা সোহেল। রান তাড়া করতে নেমে ১১.৪ ওভারে ৫৬ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। ওপেনার ফতিমা সানা করেন ২১ রান। ওপেনার মুনিবা আলি করেন ১৫ রান। পাকিস্তানের অন্য কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি।
ভারতের হতাশাজনক পারফরম্যান্স
মহিলাদের টি-২০ বিশ্বকাপে গত তিনবার অন্তত সেমি-ফাইনালে খেলেছে ভারতীয় দল। ২০২০ সালে ফাইনালে পৌঁছে যান হরমনপ্রীতরা। সেবার তাঁরা অস্ট্রেলিয়ার কাছে হেরে যান। ২০২৩ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ফের অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। কিন্তু এবার ফেভারিট হিসেবে খেলতে নেমেও খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারল না ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মহিলাদের টি-২০ বিশ্বকাপ: বিফলে হরমনপ্রীতের লড়াই, অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের
ভারতীয় ক্রিকেটে বিশেষ অবদান ছিল, প্রথম বিশ্বকাপজয়ী দলকেও সাহায্য করেছিলেন রতন টাটা
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতা, মহিলাদের টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচেই হার ভারতের