প্রিয়ম গর্গের অপরাজিত শতরান, রঞ্জি ট্রফিতে বাংলার বিরুদ্ধে হার বাঁচাল উত্তরপ্রদেশ

গত কয়েক মরসুম ধরেই রঞ্জি ট্রফিতে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে বাংলা। এবারের রঞ্জি ট্রফির শুরুটাও ভালোভাবে করেছেন অভিমন্যু ঈশ্বরণরা।

রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখিয়েও সরাসরি জয় পেল না বাংলা। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে অবশ্য ৩ পয়েন্ট পেলেন অনুষ্টুপ মজুমদাররা। কিন্তু এই ম্যাচ থেকে পুরো পয়েন্টই পেতে পারত বাংলা। দ্বিতীয় ইনিংসে উত্তরপ্রদেশের ৬ উইকেট ফেলে দিলেও, প্রিয়ম গর্গের অপরাজিত শতরানের সুবাদে জয় পেল না বাংলা। উত্তরপ্রদেশের টার্গেট ছিল ২৭৪। ৬ উইকেটে ১৬২ রান করে ম্যাচ বাঁচান প্রিয়মরা। প্রথম ইনিংসে ৩১১ রান করে বাংলা। জবাবে ২৯২ রান করে উত্তরপ্রদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৫৪ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দেয় বাংলা। জয়ের জন্য ঝাঁপিয়েছিলেন মুকেশ কুমার, মহম্মদ কাইফরা। কিন্তু জয় পেল না বাংলা।

ম্যাচের সেরা সুদীপ

Latest Videos

উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসেই অসাধারণ ব্যাটিং করলেন বাংলার ওপেনার সুদীপ চট্টোপাধ্যায়। প্রথম ইনিংসে ১১৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৯৩ রান করেন সুদীপ। তিনিই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। প্রথম ইনিংসে ৯০ রান করেন সুদীপ কুমার ঘরামি। শাহবাজ আহমেদ করেন ৪৪ রান। দ্বিতীয় ইনিংসে ১২৭ রান করে অপরাজিত থাকেন অভিমন্যু ঈশ্বরণ। উত্তরপ্রদেশের হয়ে প্রথম ইনিংসে ৯২ রান করেন অধিনায়ক আরিয়ান জুয়েল। সিদ্ধার্থ যাদব করেন ৭৩ রান। দ্বিতীয় ইনিংসে অবশ্য প্রিয়ম ছাড়া উত্তরপ্রদেশের কোনও ব্যাটার ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তা সত্ত্বেও জয় পেল না বাংলা।

মুকেশ-কাইফের দুর্দান্ত বোলিং

প্রথম ইনিংসে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেন মুকেশ কুমার। ৯৪ রান দিয়ে ৪ উইকেট নেন শাহবাজ। ৪২ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ কাইফ। দ্বিতীয় ইনিংসে ৫৮ রান দিয়ে ২ উইকেট নেন মুকেশ। ৪ রান দিয়ে ২ উইকেট নেন কাইফ। ৫০ রান দিয়ে ১ উইকেট নেন শাহবাজ। ৪ রান দিয়ে ১ উইকেট নেন সূরজ সিন্ধু জয়সোয়াল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'অভিষেক ম্যাচের মতোই এখনও বিরাটের রানের খিদে একইরকম,' প্রশংসায় গম্ভীর

মহিলাদের টি-২০ বিশ্বকাপ: বিফলে হরমনপ্রীতের লড়াই, অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

মার্ক বাউচারের বিদায়, নতুন মরসুমে পুরনো কোচের উপর আস্থা মুম্বই ইন্ডিয়ানসের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'রাজাকারদের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari | BJP
Live: Wakf নিয়ে তৃণমূলকে ঝাঁঝাল আক্রমণ অগ্নিমিত্রার, দেখুন সরাসরি
'ভারতের পতাকায় পা! ওদের ভাত বন্ধ করে দেবো' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | Bangladesh
বড় কিছু হতে চলেছে! চুপ করে থাকবে না ভারত, ইঙ্গিত শুভেন্দুর! দেখুন | Suvendu Adhikari | Bangladesh
'খাবার কেন আরও অনেক কিছু বন্ধ করে দেবো' বিস্ফোরক Suvendu #shorts #shortsvideo #shortsfeed