সঞ্জুর ধুন্ধুমার ইনিংস দেখে মুগ্ধ যুবরাজ, মাত্র ৭ ম্যাচের চ্যালেঞ্জ নিয়ে রীতিমতো ভোলবদল

দক্ষিণ আফ্রিকার ডারবান বিখ্যাত করে দিয়েছিল যুবরাজ সিংকে। 

দক্ষিণ আফ্রিকার ডারবান বিখ্যাত করে দিয়েছিল যুবরাজ সিংকে। কারণ, এই মাঠ এতদিন ভারতীয় ক্রিকেটভক্তদের কাছে জনপ্রিয় ছিল যুবরাজের জন্য।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ছয় ছক্কার ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গে, নিজের জন্যও এবার আলাদা একটা জায়গা করে নিলেন সঞ্জু স্যামসন। একের পর এক রেকর্ড ভাঙলেন তিনি। আর তারপরই প্রশংসা কুড়োলেন খোদ যুবরাজের থেকে।

Latest Videos

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৫০ বলে ১০৭ রান করেন তিনি। সঞ্জুই হলেন প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি পরপর দুটি টি-২০ ম্যাচে সেঞ্চুরি করলেন। তাছাড়া রোহিত এবং সূর্যকুমার ছাড়া সঞ্জুই একমাত্র ভারতীয় ক্রিকেটার, যার একই বছরে দুটি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে।

সেইসঙ্গে, তিনি ছুঁয়ে ফেলেছেন রোহিত শর্মাকেও। প্রোটিয়াদের বিরুদ্ধে মোট ১০টি ছয় মেরে দিয়েছেন সঞ্জু। এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র রোহিতই ছিলেন, যিনি এক ইনিংসে ১০টি ছয় মেরেছিলেন।

সঞ্জুর দুর্দান্ত ইনিংস দেখে সোশ্যাল মিডিয়াতে মেসেজ পাঠালেন স্বয়ং যুবরাজ সিং নিজে। ডারবানের কিংসমিড স্টেডিয়ামে, ৬টি ছক্কা মেরেছিলেন তিনি। আর এদিন সঞ্জুর সেঞ্চুরির পর যুবরাজ লিখেছেন, “অপূর্ব সুন্দর সঞ্জু! তোমার খেলা দেখতে পাওয়াও অনেক শান্তির ব্যাপার। খুব ভালো খেলেছ।”

আর খোদ সঞ্জু জানিয়েছেন, তাঁকে ৭টি ম্যাচ সময় দিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার। সেই বিষয়ে ভারতীয় দলের উইকেটকিপার জানিয়েছেন, “যখন আমি দলীপ ট্রফি খেলছিলাম, তখন দ্বিতীয় ম্যাচের সময় সূর্য অন্য দলে ছিল। ও আমাকে বলে, সামনের ৭টা ম্যাচ তোর। পরের সাত ম্যাচই আমি ওপেন করব। যাই হয়ে যাক না কেন, সূর্য আমার পাশে সবসময় আছে।”

তিনি আরও যোগ করেছেন, “নিজের ক্যারিয়ারে প্রথমবার আমি আলাদা মানসিকতা নিয়ে খেলতে নামি। সেই আত্মবিশ্বাসটাই মাঠে চোখে পড়ছে আমার। আমি বেশি দূরে তাকাতে চাই না। শুধু দলের সাফল্যে নিজের অবদান রাখতে চাই।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
‘মমতা ব্যানার্জি দুর্নীতির মুখ!’ মমতার দিকে তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল, দেখুন | Agnimitra Paul BJP
৫৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম গায়ানা সফর, মোদীকে সর্বোচ্চ সম্মান গায়ানার