টেস্ট সিরিজের জন্য তৈরি হচ্ছেন, অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলনে রোহিত, ভাইরাল ভিডিও

Published : Aug 25, 2024, 05:05 PM ISTUpdated : Aug 25, 2024, 05:47 PM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

শ্রীলঙ্কা সফরে ওডিআই সিরিজে ভারতীয় দল হেরে গেলেও, ভালো ব্যাটিং করেন অধিনায়ক রোহিত শর্মা। এবার দেশের মাটিতে টেস্ট সিরিজেও ভালো পারফরম্যান্সের জন্য তৈরি হচ্ছেন রোহিত।

আগামী মাসে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও টেস্ট সিরিজ আছে। টানা লাল বলের ক্রিকেট খেলতে হবে। ফলে ফিটনেস ধরে রাখা প্রয়োজন। সে কথা মাথায় রেখেই অনুশীলন শুরু করে দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলন করছেন রোহিত। এক পার্কে তাঁকে নানারকম শারীরিক কসরত করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। নেটে ব্যাটিং অনুশীলনের চেয়েও এখন শারীরিক সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিচ্ছেন ভারতের অধিনায়ক। তাঁর ব্যাটিংয়ের দক্ষতা নিয়ে কারও প্রশ্ন নেই। কিন্তু দীর্ঘ টেস্ট মরসুমে যাতে ফিটনেস সংক্রান্ত কোনওরকম সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতে চাইছেন রোহিত।

নিরাপত্তারক্ষী নিয়ে অনুশীলনে রোহিত

পার্কে দলবল নিয়ে অনুশীলন করতে দেখা গেল রোহিতকে। তাঁর সঙ্গে অভিষেক ছাড়াও কয়েকজন ছিলেন। অনুশীলনের ছবি, ভিডিও তুলতেও দেখা গেল এক যুবককে। রোহিতের সঙ্গে নিরাপত্তারক্ষীও ছিলেন। পার্কে যাতে কোনওরকম সমস্যা না হয়, সেটা নিশ্চিত করার জন্যই নিরাপত্তারক্ষী ছিলেন। পার্কে শারীরিক কসরতের পর অনুশীলেনর জন্য স্টেডিয়ামে ঢুকে পড়েন রোহিত

 

 

টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে ভারত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই মরসুমে রানার্স হয়েছে ভারত। এবারও পয়েন্ট তালিকার শীর্ষে ভারতীয় দল। দেশের মাটিতে টেস্ট সিরিজে ভারত বরাবরই শক্তিশালী। বাংলাদেশ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেলে ফের ফাইনালে পৌঁছে যাবে ভারত। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের দ্বিতীয় সর্বাধিক স্কোরার রোহিত। আসন্ন টেস্ট মরসুমে ভালো পারফরম্যান্স অব্যাহত রাখাই রোহিতের লক্ষ্য। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের অধিনায়ককে ভালো পারফরম্যান্স দেখাতে হবে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রাওয়ালপিন্ডি টেস্টে ১০ উইকেটে জয় বাংলাদেশের, ঘরের মাঠে মুখ পুড়ল পাকিস্তানের

পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখাতে আগ্রহ নেই সম্প্রচারকারীদের! অর্ধেক অর্থে স্বত্ব দিতে হল পিসিবি-কে

'কফি উইথ করণের ঘটনার পর ভয় পেয়ে গিয়েছিলাম,' বিতর্কিত সাক্ষাৎকার নিয়ে মুখ খুললেন রাহুল

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?