
Shreyas Iyer: সিডনির (Sydney) হাসপাতালে ভর্তি ভারতের ওডিআই দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Australia vs India) সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করার সময় হর্ষিত রানার (Harshit Rana) বলে অ্যালেক্স কেরির (Alex Carey) ক্যাচ নিতে গিয়ে পাঁজরে চোট পান শ্রেয়াস। এরপরেই তাঁকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। তিনি কবে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তাঁর চোট পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সিরিজের আগেই মাঠে ফিরতে পারেন শ্রেয়াস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে নেই এই ব্যাটার। ফলে সেক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে না। তিনি ওডিআই সিরিজের পর অস্ট্রেলিয়ায় কয়েকদিন ছুটি কাটিয়ে তারপর দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন। তবে আপাতত ছুটি কাটানোর বদলে হাসপাতালে থাকতে হচ্ছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দেশে ফিরে বেঙ্গালুরুতে (Bengaluru) বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence) রিহ্যাবের জন্য যেতে হতে পারে শ্রেয়াসকে।
শ্রেয়াসের চোট নিয়ে বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ফিল্ডিং করার সময় বাঁ দিকের পাঁজরে চোট পেয়েছেন শ্রেয়াস আইয়ার। তাঁর চোট পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর চোট পরীক্ষা করে দেখা হচ্ছে।’ ৩০ নভেম্বর পরবর্তী ওডিআই ম্যাচ খেলবে ভারতীয় দল। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই সিরিজের আগেই ফিট হয়ে ওঠার চেষ্টা করবেন শ্রেয়াস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে টেস্ট, তারপর ওডিআই এবং টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। টেস্ট, টি-২০ সিরিজে খেলবেন না এই ব্যাটার। তিনি শুধু ওডিআই সিরিজে খেলবেন। চোট সারিয়ে জাতীয় দলে ফেরার আগে তাঁকে রঞ্জি ট্রফি (Ranji Trophy) ম্যাচ খেলতে হবে না। এক্ষেত্রে ছাড় দিচ্ছে বিসিসিআই।
চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে খেলতে পারেননি নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। তবে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, টি-২০ সিরিজের আগেই ফিট হয়ে যাবেন তিনি। ফলে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গেই থাকছেন নীতীশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।