Nitish Kumar Reddy: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং করার সুযোগ পাননি। তবে ফিল্ডিংয়ে নজর কেড়ে নিলেন নীতীশ কুমার রেড্ডি।

DID YOU
KNOW
?
ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা চলছে। জয়ের পথে ভারতীয় দল।

India vs West Indies: ব্যাট হাতে দলকে সাহায্য করার সুযোগ না পেলেও, ফিল্ডিংয়ের মাধ্যমে অবদান রাখলেন তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। শনিবার সকালে আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিন প্রথম সেশনে অসাধারণ ক্যাচ নিয়ে চমকে দিলেন হায়দরাবাদের (Hyderabad) ২২ বছর বয়সি অলরাউন্ডার। ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারে মহম্মদ সিরাজের বলে পাখির মতো উড়ে গিয়ে ছোঁ মেরে ক্যাচ নেন নীতীশ। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ত্যাগনারায়ণ চন্দ্রপল (Tagenarine Chanderpaul) তখন ২৩ বল খেলে আট রানে ব্যাটিং করছিলেন। তিনি সিরাজের বলে ড্রাইভ করার চেষ্টা করেন। বল স্কোয়্যার-লেগ অঞ্চলের দিকে উড়ে যায়। সেখানে ছিলেন লেগ-আম্পায়ার। তিনি সরে যাওয়ার আগেই ঝাঁপিয়ে পড়েন নীতীশ। তিনি বাঁ দিকে শরীর ছুঁড়ে দিয়ে দু'হাতে ক্যাচ নেন। ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেটের পতন হয়। নীতীশ যে এভাবে ক্যাচ নেবেন, তা ভাবতেই পারেননি চন্দ্রপল। তিনি হতবাক হয়ে যান। সারা মাঠ উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে নীতীশকে অভিনন্দন জানায়।

তৃতীয় দিনেই জয়ের পথে ভারত

বিশাল অঘটন না ঘটলে শনিবারই চলতি টেস্ট ম্যাচে ইনিংসে জয় পেতে চলেছে ভারতীয় দল। প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে তার চেয়ে কম রানেই গুটিয়ে যেতে পারে ক্যারিবিয়ানরা। নীতীশ প্রথম ধাক্কা দেওয়ার পর ৪৬ রানের মধ্যে ৫ উইকেট খুইয়ে বসে তারা। চন্দ্রপল আট রান করে আউট হয়ে যাওয়ার পর অপর ওপেনার জন ক্যাম্পবেল (John Campbell) ১৪ রান করে ফিরে যান। অ্যালিক আথানাজে (Alick Athanaze) করেন ৩৮ রান। তিনি কিছুটা লড়াই করেন। তবে বাকিদের কাছ থেকে সাহায্য পাননি। ব্র্যান্ডন কিং (Brandon King) পাঁচ রান করেই আউট হয়ে যান। অধিনায়ক রস্টন চেজ (Roston Chase) এক রান করেই আউট হয়ে যান। শাই হোপও (Shai Hope) এক রান করেই আউট হয়ে যান।

Scroll to load tweet…

ভারতের জয় সময়ের অপেক্ষা

এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে ৯৮ রানে আট উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তারা ভারতের চেয়ে এখনও ১৮৮ রানে পিছিয়ে। ফলে ভারতীয় দলের ইনিংসে জয় পাওয়া সময়ের অপেক্ষা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।