Shreyas Iyer: শ্রেয়স আইয়ার কি এবার ভারত-এ দলকে নেতৃত্ব দেবেন? চলে এল বড় খবর

Published : Sep 07, 2025, 12:33 AM IST
Shreyas Iyer: শ্রেয়স আইয়ার কি এবার ভারত-এ দলকে নেতৃত্ব দেবেন? চলে এল বড় খবর

সংক্ষিপ্ত

Shreyas Iyer: ধ্রুব জুরেল হবে দলের সহ-অধিনায়ক। এমনকি, কে এল রাহুল এবং মহম্মদ সিরাজও দলে থাকবেন।

Shreyas Iyer: অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে চারদিনের ম্যাচের সিরিজের জন্য ভারত-এ দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং এশিয়া কাপের দলে শ্রেয়সকে (Shreyas Iyer) রাখা হয়নি। আর তারপর থেকেই তাঁকে নিয়ে জল্পনা চলছিল। এবার তাঁকে ভারত-এ দলের অধিনায়ক করা হয়েছে। ভালো পারফর্ম করার পরেও শ্রেয়সকে কেন এশিয়া কাপের দলে রাখা হল না, তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় (India A vs Australia A)। 

ইংল্যান্ড সফরের সময় হাঁটুতে চোট

ধ্রুব জুরেল হবে দলের সহ-অধিনায়ক। এমনকি, কে এল রাহুল এবং মহম্মদ সিরাজও দলে থাকবেন। চলতি মাসের শেষের দিকে, দুটি প্রথম শ্রেণির ম্যাচে, ভারত-এ দল মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-এ দলের। আর এই দুটি ম্যাচই লখনউতে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ইংল্যান্ড সফরের সময় হাঁটুতে চোট পাওয়া নীতিশ কুমার রেড্ডিও ভারত-এ দলে সুযোগ পেয়েছেন। দেবদূত পাডিক্কলও দলে আছেন। 

দলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চলের হয়ে খেলা মহম্মদ আজহারউদ্দিন এবং সলমান নিসার অবশ্য এই দলে সুযোগ পাননি।

ভারত এ দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন, এন জগদীশন (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক-উইকেটরক্ষক), দেবদূত পাডিক্কল, হর্ষ দুবে, আয়ুষ বাদোনি, নীতিশ কুমার রেড্ডি, তনুশ কোতিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণ, হরপ্রীত ব্রার, খলিল আহমেদ, মানব সুতার, যশ ঠাকুর, কে এল রাহুল, মহম্মদ সিরাজ।

টেস্ট এবং টি-২০ ক্রিকেট

গত রঞ্জি ট্রফি মরশুমে, শ্রেয়স ৪৮০ রান করেছিলেন। এছাড়াও প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর প্রথম দ্বিশতরান কিন্তু সেই মরশুমেই এসেছিল। গত ২০২৪ সালে, শ্রেয়স আইয়ার শেষবারের জন্য ভারতীয় টেস্ট দলে সুযোগ পান। তবে টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে বাদ পড়লেও, একদিনের ক্রিকেটে ভারতের হয়ে শ্রেয়স যথেষ্ট ভালো খেলেছেন। 

এমনকি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনিই। তারপরেও তাঁকে এশিয়া কাপে সুযোগ দেওয়া হয়নি।

ওদিকে আবার আইপিএলেও পাঞ্জাবের হয়ে শ্রেয়স দুর্দান্ত ক্রিকেট উপহার দেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭৫ এবং সংগ্রহে ছিল ৬০০-এর বেশি রান। তবে এবার তিনি সুযোগ পেলেন। এবার তাঁকে ভারত-এ দলের অধিনায়ক করা হয়েছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs USA U19: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় ভারতের, ৬ উইকেটে আমেরিকার পরাজয়
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে সুপারস্টার হয়েছেন যে ভারতীয় ক্রিকেটাররা