
ZIM vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে জিম্বাবোয়ের বড় জয়। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত এই ম্যাচে, পাঁচ উইকেটের জয় তুলে নিল তারা। এদিন টস হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কিন্তু মাত্র ১৭.৪ ওভারে, ৮০ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে।
তিনটি করে উইকেট নিয়ে ব্র্যাড ইভান্স এবং সিকান্দার রাজা শ্রীলঙ্কাকে কার্যত, ধ্বংস করে দেন। জবাবে ব্যাট করতে নেমে, ১৪.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জিম্বাবোয়েকে লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন। এর ফলে, তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে আনে জিম্বাবোয়ে।
সেই স্কোর তাড়া করতে নেমে, পাওয়ার প্লে-তেই তিন উইকেট হারায় তারা। তবে রায়ান বার্ল এবং তাশিঙ্গা মুসাকান্দার দুরন্ত ইনিংস জয় এনে দেয় জিম্বাবোয়েকে। রায়ান করেন ২০ বলে অপরাজিত ২২ রান এবং তাশিঙ্গার সংগ্রহে ১৪ বলে অপরাজিত ২১ রান। তাদিওয়ানাশে মারুমানি (১৭) এবং ব্রায়ান বেনেট (১৯) ওপেনিং জুটিতে মাত্র ২০ রান যোগ করেন। কিন্তু সেইজন্য জয় পেতে খুব একটা অসুবিধা হয়নি।
ম্যাচের চতুর্থ ওভারে, মারুমানিকে আউট করে দুষ্মন্ত চামিরা শ্রীলঙ্কাকে প্রাথমিকভাবে সাফল্য এনে দেন। ঠিক একই ওভারে সিন উইলিয়ামসকেও তিনি শূন্য রানে ফিরিয়ে দেন চামিরা।
এরপর ষষ্ঠ ওভারে, সিকান্দার রাজার (২) উইকেটও নিয়ে নেন চামিরা। ফলে, একটা সময় তিন উইকেটের বিনিময়ে মাত্র ২৭ রান তুলতে সক্ষম হয় জিম্বাবোয়ে। বেনেট এবং টনি মুনিয়োঙ্গা (৩) আউট হলেও বার্ল ও মুসাকান্দার জুটি দলকে জয় এনে দেন।
তার আগে শ্রীলঙ্কার হয়ে কামিল মিশারা (২০), চরিত আসালঙ্কা (১৮) এবং দাসুন শানাকা (১৫) ছাড়া আর কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। পাথুম নিশাঙ্কা (৮), কুশল (১), নুয়ানিদু ফার্নান্দো (১) এবং কামিন্দু মেন্ডিস (০) ব্যর্থ হন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।