মহিলাদের ওডিআই বিশ্বকাপ ২০২৫: পাকিস্তানকে উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

Published : Oct 05, 2025, 11:03 PM IST
India Women vs Pakistan  Women

সংক্ষিপ্ত

India Women vs Pakistan Women: পুরুষদের ওডিআই বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ভারত। মহিলাদের ওডিআই বিশ্বকাপেও (2025 ICC Women's Cricket World Cup) পাকিস্তানের বিরুদ্ধে সব ম্যাচেই জয় পেয়েছে ভারত।

DID YOU KNOW ?
ফের পাকিস্তান-বধ ভারতের
মহিলাদের ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৫ বার খেলে সব ম্যাচেই জয় পেয়েছে ভারত।

2025 ICC Women's Cricket World Cup: ১২-০। হ্যাঁ, মহিলাদের ওডিআই ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে (India Women vs Pakistan Women) ভারতের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান এটাই। মহিলাদের ওডিআই বিশ্বকাপে ভারতের পক্ষে পরিসংখ্যান ৫-০। রবিবার চলতি মহিলাদের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৮৮ রানে হারিয়ে দিল ভারত। বিতর্কিত টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৪৭ রান করে ভারতীয় দল। জবাবে ৪৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। দলের মোট রানের অর্ধেকেরও বেশি করলেন সিদরা আমিন (Sidra Amin)। তিনি ১০৬ বলে ৮১ রান করেন। নাতালিয়া পারভেজ (Natalia Pervaiz) ৪৬ বলে ৩৩ রান করেন। সিদরা নওয়াজ (Sidra Nawaz) ২২ বলে ১৪ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ফলে ফের ভারতের কাছে হেরে গেল পাকিস্তান। সদ্য পুরুষদের এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানকে তিনবার হারিয়ে ভারতীয় দল। এবার ভারতের মহিলা দলও পাকিস্তানকে হারিয়ে দিল। এই জয়ের ফলে ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল ভারতীয় দল। ২ ম্যাচ খেলে এখনও পয়েন্ট পেল না পাকিস্তান।

রিচা ঘোষের অনবদ্য ব্যাটিং

এদিন ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৪৬ রান করেন হারলিন দেওল (Harleen Deol)। জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues) করেন ৩২ রান। ওপেনার প্রতীকা রাওয়াল (Pratika Rawal) করেন ৩১ রান। অপর ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) করেন ২৩ রান। অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) করেন ১৯ রান। দীপ্তি শর্মা (Deepti Sharma) করেন ২৫ রান। স্নেহ রানা (Sneh Rana) করেন ২০ রান। শেষদিকে রানের গতি বাড়ান বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh)। তিনি ২০ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন।

বোলারদের অসাধারণ পারফরম্যান্স

ভারতের বোলারদের মধ্যে ১০ ওভার বোলিং করে ৩ মেডেন-সহ ২০ রান দিয়ে ৩ উইকেট নেন ক্রান্তি গৌড় (Kranti Gaud)। দীপ্তি ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন স্নেহ। উইকেট না পেলেও, অসাধারণ বোলিং করলেন রেণুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur)। তিনি ১০ ওভার বোলিং করে ১ মেডেন-সহ ২৯ রান দেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১২
মহিলাদের ওডিআই ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে ১২-০ ভারত।
মহিলাদের ওডিআই ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১২ বার ম্যাচ খেলেছে ভারতীয় দল। সব ম্যাচেই জয় পেয়েছে ভারত।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম