Shubman Gill Test: প্রেস কনফারেন্সে এসেও ছক্কা হাঁকালেন শুভমান, কী বললেন জানেন?

Published : Jul 07, 2025, 05:19 PM IST
Shubman Gill

সংক্ষিপ্ত

Shubman Gill Test: জয়ের পর যেন আরও আত্মবিশ্বাসী তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে কী বললেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল? 

Shubman Gill Test: গিলের ছক্কা প্রেস কনফারেন্সে। জয়ের পর যেন আরও আত্মবিশ্বাসী তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে কী বললেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল (india england 2nd test match highlights)?

ঠিক এজবাস্টনের পিচে যেমন চালিয়ে খেলেছেন, এবার সেই মেজাজেই সাংবাদিক সম্মেলন সারলেন ভারত অধিনায়ক শুভমন গিল। হেডিংলেতে প্রথম টেস্টে পরাজয়ের পর, দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে শুভমানকে এক সাংবাদিক পরিসংখ্যান নিয়ে প্রশ্ন করেছিলেন। এবার দ্বিতীয় টেস্টটি জিতে সেই সাংবাদিকেরই খোঁজ নিতে শুরু করেন ভারত অধিনায়ক (india vs england 2025)। 

প্রতিটা প্রশ্নের সপাটে জবাব দিয়েছেন তিনি

এজবাস্টন টেস্ট শুরু হওয়ার আগে শুভমান যখন সাংবাদিক বৈঠকে আসেন, তখন এক সাংবাদিক তাঁকে বলেন, এর আগে কোনওদিন ভারত এই মাঠে একবারও জিততে পারেনি। তাহলে কি শুভমানের উপর বাড়তি চাপ থাকবে? সেই প্রশ্নের উত্তরে শুভমান বলেন, আলাদা কোনও চাপ তাদের উপর নেই। অন্য ৫টি টেস্টের মতো এই টেস্টেও খেলতে চান তারা।

 

 

রবিবার ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে গিয়ে শুভমান প্রথমেই জিজ্ঞাসা করেন, “আমার প্রিয় সাংবাদিককে তো দেখছি না! উনি কোথায়? ওনাকে দেখতে ইচ্ছা করছিল।” তখন শুভমানের কথা শুনে সেই বৈঠকে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা রীতিমতো হেসে ফেলেন। তারপরেই ভারত অধিনায়ক জানান, “টেস্ট ম্যাচ শুরুর আগেও বলেছিলাম, আমি কখনোই ইতিহাস বা পরিসংখ্যান নিয়ে বেশি ভাবি না। প্রায় ৬০ বছর ধরে আমরা এই মাঠে ৯টা টেস্ট ম্যাচ খেলেছি। বিভিন্ন দল এসে খেলেছে। আমার মতে, এখনও অবধি ইংল্যান্ড সফরে আসা ভারতীয় দলগুলির মধ্যে আমাদের দলটাই অন্যতম সেরা।”

আর কী কী জানালেন শুভমান?

তাঁর কথায়, “সিরিজ় জেতার ক্ষমতা আমাদের দলের রয়েছে। যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং লড়াই না ছাড়ি, তাহলে মনে রাখার মতো একটা সিরিজ় সমর্থকদের উপহার দিতে পারব বলেই মনে করি। আমার মনে হয় যে, অধিনায়কের উচিত সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া। তাহলে যে কোনও পরিস্থিতিতে দাঁড়িয়েও, অন্যান্য ক্রিকেটারদের পরামর্শ বা নির্দেশ দেওয়াটা সহজ হয়ে যায় অনেকটা। কিন্তু আপনি যদি নিজেই ভালো খেলতে না পারেন, তাহলে অন্যকে কীভাবে নির্দেশ দেবেন? তাই আমি নিজে সেটাই করার চেষ্টা করছি।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম