18
Shubman Gill জিতলেন আইসিসি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার
পাকিস্তান আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ (ICC Champions Trophy 2025) সালের ফাইনালে ৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত।
Subscribe to get breaking news alertsSubscribe 28
তিনি ৫ ম্যাচে ১০১, ৪৬, ২, ৮, ৩১ রান করে মোট ১৮৮ রান করেছেন
ফেব্রুয়ারিতে ৫ ওয়ানডেতে ৪০৬ রান। গড় ১০১.৫০, স্ট্রাইক রেট ৯৪.১৯।
38
ইংল্যান্ডের (England) বিপক্ষে ৩ ওয়ানডেতে গত মাসে শুভমান গিলের রান ৮৭, ৬০, ১১২।
মোট রান ২৫৯। নাগপুরে প্রথম ওয়ানডেতে ৮৭ রান করে দারুণ শুরু করেছিলেন তিনি।
48
আহমেদাবাদে সেঞ্চুরি করে ইনিংস শেষ করেন
১১২ রানের ইনিংসে ১০২ বল খেলে ১৪টি চার ও ৩টি ছক্কা মারেন। এই ইনিংসের জন্য ম্যাচসেরা হন তিনি, জেতেন সিরিজ সেরার পুরস্কারও।
58
দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন শুভমান গিল
পাকিস্তানের বিপক্ষে করেন ৪৬ রান। চ্যাম্পিয়ন্স ট্রফি সিরিজে সব ম্যাচেই জেতে ভারত। তাই মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
68
গিলের এটি তৃতীয় আইসিসি মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার
এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরে তিনি এই পুরস্কার জেতেন। স্টিভ স্মিথ ও গ্লেন ফিলিপসকে হারিয়ে এই পুরস্কার জিতেছেন তিনি।
78
আইসিসি সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে শুভমান গিল বলেন,
ফেব্রুয়ারিতে এই পুরস্কার জিতে আমি খুশি। দেশের জন্য ম্যাচ জেতানো থেকে বড় কিছু নেই।