বিয়ের আগে হলদি অনুষ্ঠান, জাতীয় দলের সতীর্থদের সঙ্গে নাচ স্মৃতি মন্ধানার, ভাইরাল ভিডিও

Published : Nov 21, 2025, 10:23 PM ISTUpdated : Nov 21, 2025, 11:14 PM IST
Smriti Mandhana

সংক্ষিপ্ত

Smriti Mandhana Wedding: প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার বিয়ে করতে চলেছেন ভারত তথা বিশ্বের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধানা। তাঁর বিয়ে নিয়ে সারা দেশের ক্রীড়ামহল মাতোয়ারা।

DID YOU KNOW ?
বিশ্বকাপ জয়ের পরেই বিয়ে
প্রথমবার বিশ্বকাপ জেতার পরেই প্রেমিক পলাশ মুচ্ছলকে বিয়ে করতে চলেছেন ভারতীয় দলের তারকা স্মৃতি মন্ধানা।

Smriti Mandhana-Palash Muchhal Haldi Ceremony: সবার পরনে হলুদ পোশাক। সবাই একসঙ্গে নাচছেন। স্মৃতি মন্ধানা ও তাঁর হবু স্বামী পলাশ মুচ্ছলের বিয়ের আগে হলদি অনুষ্ঠানে এমনই ছবি দেখা গেল। স্মৃতি ও পলাশের সঙ্গে ছিলেন সদ্য মহিলাদের ওডিআই বিশ্বকাপজয়ী (2025 ICC Women's Cricket World Cup) ভারতীয় দলের সদস্যরা। শেফালি ভার্মা (Shafali Verma), রিচা ঘোষ (Richa Ghosh), শ্রেয়াঙ্কা পাতিল (Shreyanka Patil), রেণুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur), শিবালি শিণ্ডে (Shivali Shinde), রাধা যাদব (Radha Yadav), জেমাইমা রডরিগেজদের (Jemimah Rodrigues) নাচতে দেখা গেল। পলাশ নিজে সঙ্গীতের সঙ্গে যুক্ত। ফলে তাঁর বিয়েতে যে সঙ্গীতের বড় ভূমিকা থাকবে, তা বলাই বাহুল্য। হলদি অনুষ্ঠানেও একের পর এক নাচের গান বাজানো হচ্ছিল। সেই গানের তালে সবাই নেচে ওঠেন।

দীর্ঘদিন পর সতীর্থদের সঙ্গে প্রকাশ্যে শ্রেয়াঙ্কা

মহিলাদের মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে (Women’s Maharashtra Premier League) রত্নাগিরি জেটস (Ratnagiri Jets) দলে স্মৃতির সঙ্গে খেলেন শ্রেয়াঙ্কা। তবে তিন বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপে (2024 Women's T20 World Cup) তিনি শেষবার ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পান। ফলে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে তাঁকে কোথাও দেখা যায়নি। স্মৃতির হলদি অনুষ্ঠানে তাঁকে সবার সঙ্গে দেখা গেল। শেফালি, রাধা, রিচা, রেণুকা, জেমাইমাদের সঙ্গে আবার দেখা হল শ্রেয়াঙ্কার।

 

 

বিশ্বকাপ জয়ের মাঠে বিয়ের প্রস্তাব

মুম্বইয়ের (Mumbai) ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে (DY Patil Stadium) মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। সেই মাঠেই স্মৃতিকে নিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেন পলাশ। তিনি নিজেই এক ভিডিও শেয়ার করে সে কথা জানিয়েছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে, স্মৃতির চোখ বেঁধে তাঁকে পিচের মাঝখানে নিয়ে যাচ্ছেন পলাশ। এরপর তিনি হাঁটু গেড়ে বসে আংটি বাড়িয়ে ধরে বিয়ের প্রস্তাব দেন। স্মৃতি আংটি পরে নিয়ে বিয়ের প্রস্তাবে সম্মতি জানান।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৫
২০২৫ ভারতের মহিলা ক্রিকেটের পক্ষে গুরুত্বপূর্ণ বছর।
২০২৫ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। এরপর এই বছরেই বিয়ে করছেন স্মৃতি মন্ধানা।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম