অ্যাশেজ ২০২৫: পারথ টেস্টের প্রথম দিন পড়ল ১৯ উইকেট, এবার পিচ নিয়ে বিতর্ক হবে?

Published : Nov 21, 2025, 09:10 PM IST
Mitchell Starc

সংক্ষিপ্ত

The Ashes, 2025-26: শুক্রবার শুরু হয়েছে এবারের অ্যাশেজ। এবার অস্ট্রেলিয়া সফরে (England Tour of Australia, 2025-26) গিয়েছে ইংল্যান্ড। পারথে (Perth) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন ১৯ উইকেট পড়ায় অনেকেই পিচ নিয়ে প্রশ্ন তুলছেন।

DID YOU KNOW ?
পিচ নিয়ে ব্যঙ্গ
কয়েকদিন আগেই ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে অনেকে ব্যঙ্গ করেছিলেন। এবার পাল্টা অনেকে পারথ স্টেডিয়ামের পিচ নিয়ে ব্যঙ্গ করছেন।

Australia vs England: কয়েকদিন আগে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন দুই দল মিলিয়ে ১১ উইকেট পড়ে। সেই ম্যাচের পিচ নিয়ে তীব্র বিতর্ক হয়। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররাও ইডেনের পিচ নিয়ে মুখ খোলেন। তবে শুক্রবার পারথ স্টেডিয়ামে (Perth Stadium) অ্যাশেজের (The Ashes, 2025-26) প্রথম দিন দুই দল মিলিয়ে ১৯ উইকেটের পতনের পর সবাই মুখে কুলুপ এঁটেছেন। কেউই এখন আর পিচের দোষ দেখছেন না। কারণ, এই ম্যাচ ভারতের মাটিতে হচ্ছে না। তবে সোশ্যাল মিডিয়ায় ভারতের অনেকেই পারথ স্টেডিয়ামের পিচ নিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলকে ব্যঙ্গ করছেন।

ঘরের মাঠে পিছিয়ে অস্ট্রেলিয়া

শুক্রবার পারথে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। বাজবল খেলতে গিয়ে ৩২.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় ইংরেজরা। হ্যারি ব্রুক (Harry Brook) সর্বাধিক ৫২ রান করেন। অলি পোপ (Ollie Pope) করেন ৪৬ রান। ওপেনার জেমি স্মিথ (Jamie Smith) ৩৩ রান করেন। ওপেনার বেন ডাকেট (Ben Duckett) ২১ রান করেন। এছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক (Mitchell Starc) ৫৮ রান দিয়ে ৭ উইকেট নেন। ব্রেন্ডন ডগেট (Brendan Doggett) ২৭ রান দিয়ে জোড়া উইকেট নেন। ক্যামেরন গ্রিন (Cameron Green) ১০ রান দিয়ে ১ উইকেট নেন। এরপর ব্যাটিং করতে নেমে দিনের শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৯ উইকেটে ১২৩।

বেন স্টোকসের ৫ উইকেট

ইংল্যান্ডের হয়ে ২৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন অধিনায়ক বেন স্টোকস। ১১ রান দিয়ে জোড়া উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার (Jofra Archer)। ৪৫ রান দিয়ে জোড়া উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স (Brydon Carse)। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ২৬ রান করেন অ্যালেক্স কেরি (Alex Carey)। গ্রিন করেন ২৪ রান। ট্রেভিস হেড (Travis Head) করেন ২১ রান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯
পারথ টেস্ট ম্যাচের প্রথম দিন ১৯ উইকেটের পতন হল।
শুক্রবার পারথ স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম দিন ২ দল মিলিয়ে ১৯ উইকেট পড়ল।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: বারাবটিতে ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ ম্যাচের টিকিট কাটা নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা!
২০২৫ সালে গুগলে কোন ভারতীয় ক্রিকেটারের নাম সবচেয়ে বেশি সার্চ হয়েছে জানেন? অবাক হয়ে যাবেন