- Home
- Sports
- Cricket
- Smriti Mandhana Wedding: বাবার পর এবার স্মৃতি মন্ধানার হবু স্বামীও হাসপাতালে, পরে ছাড়া হল তাঁকে
Smriti Mandhana Wedding: বাবার পর এবার স্মৃতি মন্ধানার হবু স্বামীও হাসপাতালে, পরে ছাড়া হল তাঁকে
Smriti Mandhana Wedding: স্মৃতি মন্ধানার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ফলে, এমনিতেই বিয়ে স্থগিত করা হয়েছে। এখন জানা যাচ্ছে, স্মৃতির হবু স্বামী পলাশ মুছলও হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্মৃতির বাবা শ্রীনিবাস হঠাৎ হৃদরোগে আক্রান্ত
ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুছলের বিয়ে রবিবার, মহারাষ্ট্রে মন্ধানার ফার্মহাউসে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই সময়েই, স্মৃতির বাবা শ্রীনিবাস হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন।
বিয়ে স্থগিত
জানা গেছে, খাওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাঁকে দ্রুত কাছের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর, শ্রীনিবাসের অবস্থা এখন আপাতত স্থিতিশীল। সেই কারণে, স্মৃতি ও পলাশের বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।
পলাশ মুছলও হাসপাতালে ভর্তি?
এদিকে স্মৃতির হবু স্বামী পলাশও অসুস্থতার কারণে, হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যাচ্ছে। ভাইরাল সংক্রমণ এবং অ্যাসিডিটির জেরে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে সামান্য অসুস্থতার জেরে, চিকিৎসার পরেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান বলেও জানা গেছে। বাবার অসুস্থতার কারণে, স্মৃতি তাঁর বিয়ে স্থগিত করেছেন। তিনি জানিয়েছেন, বাবা সুস্থ হলেই বিয়ে করবেন।
ভক্তদের সমবেদনা
বাবার অসুস্থতায় আগে থেকেই শোকাহত ছিলেন স্মৃতি। এখন হবু স্বামীর অসুস্থতার খবরে তিনি আরও ভেঙে পড়েছেন। স্মৃতির বিয়ে নিয়ে তাঁর পরিবার এবং ফ্যানরা খুবই আনন্দিত। কিন্তু একের পর এক খারাপ খবরে সমবেদনা জানিয়েছেন তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

