স্মৃতি মন্ধানার সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ কী? মুখ খুললেন পলাশ মুচ্ছলের মা

Published : Nov 28, 2025, 05:43 PM ISTUpdated : Nov 28, 2025, 05:58 PM IST
Smriti Mandhana and Palash Muchhal

সংক্ষিপ্ত

Smriti Mandhana-Palash Muchhal: স্মৃতি মন্ধানার সঙ্গে পলাশ মুচ্ছলের বিয়ে, সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ নিয়ে গত কয়েকদিন ধরে দেশজুড়ে জল্পনা চলছে। এরই মধ্যে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন পলাশের মা।

DID YOU KNOW ?
স্মৃতি-পলাশের বিয়ে হবে?
স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে। বিয়ে আদৌ হবে কি না, সে বিষয়ে জল্পনা চলছে।

Smriti Mandhana-Palash Muchhal Wedding: স্মৃতি মন্ধানার সঙ্গে পলাশ মুচ্ছলের বিয়ে ভেঙে যায়নি! এমনই দাবি করলেন পলাশের মা অমিতা মুচ্ছল (Amita Muchhal)। তিনি বলেছেন, 'স্মৃতি ও পলাশ দু'জনেই সমস্যার মধ্যে আছে। তবে সবকিছু ঠিক হয়ে যাবে। খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে।' নিজের ছেলের হয়ে অমিতা আরও বলেছেন, 'পলাশ বিয়ের পর স্ত্রীকে নিয়ে বাড়িতে আসার স্বপ্ন দেখছিল। আমিও ওদের বিয়ের পর বাড়িতে বিশেষভাবে স্বাগত জানানোর পরিকল্পনা করে রেখেছিলাম।' স্মৃতি ও পলাশের বিয়ের আগের রাতে হঠাৎ স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়েন। এই কারণে অনির্দিষ্টকালের জন্য বিয়ে স্থগিত হয়ে যায়। এরপর পলাশও অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হন। তাঁদের বিয়ে আদৌ হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। তবে পলাশের মা দাবি করেছেন, কোনও সংশয় নেই। শীঘ্রই বিয়ে হবে।

শুধু অসুস্থতার কারণেই স্থগিত বিয়ে!

অমিতা দাবি করেছেন, প্রথমে স্মৃতির বাবা এবং তারপর পলাশের অসুস্থতার কারণেই বিয়ে স্থগিত হয়ে গিয়েছে। এই ঘটনার ফলে দুই পরিবারের সদস্যদের উপরেই শারীরিক ও মানসিক প্রভাব পড়েছে। কারণ, বিয়ের আচার-অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। শেষমুহূর্তে বিয়ে স্থগিত হয়ে যায়। তবে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবার পরিকল্পনা অনুযায়ী বিয়ের অনুষ্ঠান শুরু হবে। আশা করা যায় খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে।

স্মৃতির সঙ্গে প্রতারণা করেছেন পলাশ?

স্মৃতি ও পলাশের বিয়ে স্থগিত হয়ে যাওয়ার পরেই হঠাৎ মেরি ডি'কোস্টা (Mary D'Costa) নামে এক মহিলাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইনস্টাগ্রামে (Instagram) পলাশের সঙ্গে মেরির চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই চ্যাটে দেখা যাচ্ছে, মেরির সৌন্দর্যের প্রশংসা করেছেন পলাশ। তিনি মেরিকে ভোর পাঁচটায় মুম্বইয়ের (Mumbai) ভারসোভা বিচে (Versova Beach), সাঁতার কাটতে এবং স্পায়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এই চ্যাটেই পলাশ জানিয়েছেন, তিনি স্মৃতির সঙ্গে সম্পর্কে জড়িয়ে। তবে তাঁরা আলাদা শহরে থাকেন। তিনি মাঝেমধ্যেই অন্য শহরে গিয়ে স্মৃতির সঙ্গে দেখা করেন। এরপর মেরি জিজ্ঞাসা করেন, পলাশ স্মৃতিকে ভালোবাসেন কি না। সেই প্রশ্নের জবাব দেননি পলাশ। তিনি এই প্রসঙ্গ এড়িয়ে যান। এরপরেই পলাশ ও স্মৃতির বিয়ে ভেঙে যাওয়ার জল্পনা শুরু হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
স্মৃতি-পলাশের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ।
স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের সম্পর্কের মাঝে এক কোরিওগ্রাফার ঢুকে পড়েছেন বলে দেশজুড়ে আলোচনা চলছে।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa 3rd ODI: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ একদিনের ম্যাচ শনিবার, হারলেই সিরিজ হাতছাড়া ভারতের
Ashes 2nd Test: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান, খেলায় ফিরতে পারবে অস্ট্রেলিয়া?