Sourav Ganguly: ফের সিএবি-র সভাপতি সৌরভ? বিনা প্রতিদ্বন্দ্বিতায় মসনদে মহারাজ, অন্যরা কোন পদে?

Published : Sep 15, 2025, 01:41 AM ISTUpdated : Sep 15, 2025, 02:14 AM IST
Sourav Ganguly

সংক্ষিপ্ত

Sourav Ganguly: সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি এবং বাংলার মহারাজ। 

Sourav Ganguly: সিএবি-র নতুন সভাপতি পদে আসছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’ (cab president sourav ganguly)। বাকি প্যানেলেও একাধিক নতুন মুখ। তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবার দ্বিতীয়বারের জন্য সিএবি-র সভাপতি হওয়ার দৌড়ে আরও অনেকটাই এগিয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ((sourav ganguly news update)। 

সিএবি-র শীর্ষ পদে ফিরতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

রবিবার, সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি এবং বাংলার মহারাজ। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল, তাঁর বিরুদ্ধে কেউ প্রার্থীই হননি। ফলে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থা তথা ক্রিকেট অ্যাসোদিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ, সিএবি-র শীর্ষ পদে ফিরতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

মানে দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়াদ শেষ হওয়ার পর, এবার ভাই সৌরভ শীর্ষ পদে চলে এলেন। উল্লেখ্য, এদিন ইডেনে তিনি জানান, "নির্বাচনের জন্য আমি তৈরি ছিলাম। গত দেড় বছর ধরে বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া সহ বিভিন্ন জায়গায় গাড়িতে ৪-৫ ঘণ্টা ধরে যাতায়াত করেছি এবং সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি। কিন্তু নির্বাচন তো হচ্ছেই না। কী আর করা যাবে।”

তিনি আরও যোগ করেন, "আমাকে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। সিএবি-তে আসলে কোনও বিপক্ষ নেই। প্রত্যেকে এই সংস্থার সদস্য। সিএবি এবং বাংলার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে একসঙ্গে মিলে কাজ করব। সামনে দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ, টি-২০ বিশ্বকাপ এবং বেঙ্গল প্রো টি-২০ লিগের মতো প্রতিযোগিতা ইডেনে হবে। আমি সবসময় নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করব।”

প্যানেলে আর কাদের নাম?

সৌরভদের প্যানেলের হয়ে সচিব পদে বাবলু কোলে, যুগ্ম সচিব পদে মদন মোহন ঘোষ, কোষাধ্যক্ষ পদে সঞ্জয় দাস এবং সহ-সভাপতি পদে নীতীশ রঞ্জন দত্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন রবিবার। নিজের দল নিয়ে মহারাজের কথায়, “বাবলু কোলে খুবই অভিজ্ঞ একজন মানুষ। ওনার মতো অভিজ্ঞ এবং জ্ঞানী লোককে পাশে পাওয়া সত্যিই সম্মানের বিষয়। নীতীশ রঞ্জন দত্ত, মদন মোহন ঘোষ এবং সঞ্জয় দাস প্রত্যেকেই বাংলার ক্রিকেটকে দীর্ঘদিন ধরে চেনেন। তাই বাংলার ক্রিকেটের জন্য ওদের প্রত্যেকের অবদান ভবিষ্যতে অনেক কাজে লাগবে আমাদের সবার।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম