
Sourav Ganguly on Shubman Gill: ইডেন গার্ডেন্সে তাঁর ৫৩ তম জন্মদিন উদযাপনের পর ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, ভারতীয় অধিনায়ক হিসেবে শুভমান গিলের এখন হানিমুন পর্ব চলছে।
তাঁর কথায়, "গিলের এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স হল, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে। প্রথম দুটি টেস্ট ম্যাচে ৫৮৫ রান করেছেন গিল। তবে সামনের পথটা যে তাঁর জন্য খুব একটা সহজ হবে না, সেটা সতর্ক করে দিয়েছেন তিনি। মহারাজ বলছেন, এটা আসলে গিলের হানিমুন পর্ব চলছে। আগামী ম্যাচগুলিতে অধিনায়কত্বের চাপ গিল আরও বুঝতে পারবেন। বিশেষ করে, ইংল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী তিনটি টেস্টে গিল চাপ অনুভব করবেন বলেও জানিয়েছেন তিনি।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, “একটি টেস্ট জিতে আমরা ১-১ সমতা ফিরিয়ে এনেছি। এখনও তিনটি টেস্ট বাকি রয়েছে চলতি সিরিজে। ভারত ভালো খেলছে। তবে পরের ম্যাচে নামার সময় সবকিছু আবার প্রথম থেকে শুরু থেকে করতে হবে।"
রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসর ভারতীয় ক্রিকেটকে প্রভাবিত করেছে কিনা, সেই প্রশ্নেরও উত্তর দেন প্রাক্তন ভারত অধিনায়ক। ভারতীয় ক্রিকেটে প্রতিভার কখনও অভাব হয়নি বলে জানিয়েছেন সৌরভ। গাভাস্কার, কপিল দেব, শচীন, দ্রাবিড়, কুম্বলে, পরে কোহলি, এখন গিল, জয়সওয়াল, আকাশ দীপ, সিরাজ এবং মুকেশ! এইভাবে প্রতিভার আসতে থাকেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারত পাঁচ উইকেটে হেরে গেলেও দ্বিতীয় টেস্টে ৩৩৬ রানের বিশাল জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। ব্যাটসম্যান হিসেবে প্রথম টেস্টে সেঞ্চুরি করা গিল দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেছিলেন। এবার তাঁকে নিয়েই মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।